TET : হাইকোর্টের নির্দেশ ৪০ পেরিয়েও TET-এর ইন্টারভিউতে বসার সুযোগ নেফাউরের, প্রশ্ন বাকি আন্দোলনকারীদের নিয়ে
Calcutta High Court : এখন প্যারাটিচার হিসেবে একটি স্কুলে কর্মরত নেফাউর। হাইকোর্টের রায়ে হারানো স্বপ্ন ফিরে পাওয়ার আশায়, মুখে হাসি ফুটেছে তাঁর।
করুণাময় সিংহ ও সৌভিক মজুমদার, মালদা : বয়সসীমা উত্তীর্ণ এক চাকরিপ্রার্থীর সুযোগ মিলেছে TET-এর ইন্টারভিউতে বসার! টেটে নিয়োগে বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা চাকরিপ্রার্থী নেফাউর শেখ। আদালতের রায়ে মুখে হাসি ফুটেছে নেফাউরের। এদিকে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর প্রশ্ন উঠছে, ৪০ বছর বয়স হয়ে যাওয়ার পরও যাঁরা ইন্টারভিউতে বসতে দেওয়ার দাবি জানাচ্ছেন কিংবা আন্দোলন করছেন, তাঁদের কী হবে?
৪০ পেরিয়েও ডাক...
৪০-এর গণ্ডি পেরোনোয় সুযোগ হারিয়েছিলেন TET-এ ইন্টারভিউতে বসার। হাইকোর্টের নির্দেশে এখন আশার আলো দেখছেন মুর্শিদাবাদের নেফাউর শেখ। টেটে নিয়োগে বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের এই চাকরিপ্রার্থী। সোমবার তাঁকেই ইন্টারভিউতে সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
ভুল প্রশ্নে হাতছাড়া সুযোগ...
নেফাউর শেখের দাবি, ২০১৪-য় TET দিয়েছিলেন। কিন্তু পাস করতে পারেননি। পরে জানতে পারেন, ৬টি প্রশ্ন ভুল এসেছিল। এরপর ৬টি প্রশ্ন ভুল রয়েছে বলে, ২০১৬ সালে, আদালতে মামলা করেন তিনি। মুর্শিদাবাদের এই চাকরিপ্রার্থীর দাবি, অতিরিক্ত ৬ নম্বর পেয়ে TET-এ পাস করেন।
২০২১ সালে TET-এর ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হলেও, ততদিনে বয়স ৪০ পেরিয়ে গেছে। ফলে, ইন্টারভিউয়ের সুযোগ পারেননি নেফাউর। এরপরই, মামলা করে তিনি দাবি করেন, পর্ষদের ভুলের জন্য বঞ্চনার শিকার হয়েছেন। বয়সসীমা উত্তীর্ণ হয়ে গেলেও হাইকোর্টের রায়ে ইন্টারভিউয়ে ডাকের সুযোগ পেয়ে নেফাউর বলেছেন, 'পর্ষদের গাফিলতিতে আমাকে হেনস্থা হতে হয়েছে। হাইকোর্টের রায়ে আমি খুশি। তাই আবার ইন্টারভিউ দিতে পারব।' এখন প্যারাটিচার হিসেবে একটি স্কুলে কর্মরত নেফাউর। হাইকোর্টের রায়ে হারানো স্বপ্ন ফিরে পাওয়ার আশায়, মুখে হাসি ফুটেছে মুর্শিদাবাদের এই চাকরি প্রার্থীর।
আশার আলো বাকিদের ?
সোমবার নেফাউরকে ইন্টারভিউতে সুযোগ দেওয়ার কথা জানিয়ে বিচারপতি বলেন, যাঁরা ওই ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের প্রত্যেককে কি বাড়তি নম্বর দেওয়া যায়? আদালতে পর্ষদের আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় ২৫ হাজার চাকরি প্রার্থীকে বাড়তি ৬ নম্বর দেওয়া হয়েছে। আর যার পরই ঘুরপাক খাচ্ছে অন্য প্রশ্ন, তাহলে কি নেফাউরের মতো কেউ বঞ্চিত ও বয়সসীমা উত্তীর্ণ হয়ে গেলেও ডাক পাবেন ইন্টারভিউয়ে? যে প্রশ্নের এখনও পরিষ্কার কোনও উত্তর না পাওয়া গেলেও নেফাউর শেখের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, চল্লিশোর্ধ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সুবিধা হল।
আরও পড়ুন- ‘প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি ও অসৎ আচরণের জন্য বিখ্যাত’, টেটের প্রশ্ন ভুল মামলায় ভর্ত্সনা হাইকোর্টের