WB Corona : সুখবর, বাংলায় কমছে সংক্রমণ ও সংক্রমণ হার, জানাল স্বাস্থ্যমন্ত্রক
এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে।
নয়াদিল্লি : করোনাসুরের (Corona) তৃতীয় ঢেউয়ের (Third Wave) শিখর কি পেরিয়ে গিয়েছে বাংলা (West Bengal) ? আইআইটি মাদ্রাজের (IIT Madras) সরাসরি রিপোর্টের পর এবার স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) পক্ষ থেকেও তেমনই ইঙ্গিত মিলল। বঙ্গে সংক্রমণের (Covid) বিস্ফোরণ এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে। মৃত্যু-সংখ্যা চিন্তা বজায় রাখলেও ক্রমশ নিম্নমুখী হয়েছে সংক্রমণ। কমেছে সংক্রমণ হারও (Positivity Rate)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও সরকারিভাবে সেই কথাই জানানো হল এবার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলায় কমছে করোনা সংক্রমণ এবং সংক্রমণ হারও। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে। বঙ্গের পাশাপাশি পরিস্থিতির উন্নতি হয়েছে মুম্বই, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও।' গত মাসের শেষ থেকে রাজ্যে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েছিল করোনা সংক্রমণ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যা পৌঁছেছিল সর্বোচ্চ হারে। তারপর থেকে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ চিত্র। এই মুহূর্তের রাজ্যে চার হাজারের নিচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণ।
আরও পড়ুন- রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, একদিনে ৩৬ জনের মৃত্যু
রাজ্যে (West Bengal) টানা ১৩ দিন ৩০- এর উপরেই রইল করোনায় মৃত্যু (Covid Death)। রাজ্যে এই সময় পর্বে করোনায় (Covid Affected) ৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে ৩ হাজার ৬০৮ জন করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)।
সরকারি বুলেটিন অনুযায়ী শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫২৪ জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৮ জনের মৃত্যু, ৪২৩ জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৪১১ জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩ জনের মৃত্যু, ২৩২ জন করোনা সংক্রমিত। রাজ্যে কমল করোনার পরীক্ষা, কিছুটা বাড়ল পজিটিভিটি রেট। সতর্কতায় ঢিলেমি দিলে চলবে না, সব রাজ্যকে বার্তা কেন্দ্রের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )