Covid Cases In Bengal: বাংলায় ফের করোনা বৃদ্ধির আশঙ্কা? সেন্টিনাল সার্ভিল্যান্স চালুর সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
West Bengal Covid Survey: তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? এই প্রেক্ষাপটে বাংলায় করোনা সংক্রমণের পরিস্থিতি কী?

ঝিলম করঞ্জাই, কলকাতা: দেশের বিভিন্ন রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত দু’-তিনদিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী। বুধবার ৬৫ শতাংশ বেড়েছিল সংক্রমণ।বৃহস্পতিবারও তা আরও বাড়ছে। তবে কি মহামারীর (Pandemic) চতুর্থ ঢেউ আসন্ন? এই প্রেক্ষাপটে বাংলায় (West Bengal) করোনা সংক্রমণের পরিস্থিতি কী?
রাজ্যে শুরু সেন্টিনাল সার্ভিল্যান্স
এবার সেই তথ্য জানতে আবার রাজ্যে সেন্টিনাল সার্ভিল্যান্স চালু করছে স্বাস্থ্য দফতর (Department of Health)। কী ভাবে হবে এই কাজ? ২৮ স্বাস্থ্য জেলায় হাসপাতাল ভিত্তিক সমীক্ষার নির্দেশ। জানান হয়েছে, ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে হবে প্রথম সমীক্ষা। প্রত্যেক স্বাস্থ্য জেলা থেকে ৪০০ নমুনার ফলাফল জমার নির্দেশ। ৩০ এপ্রিলের মধ্যে ফলাফল জমার নির্দেশ স্বাস্থ্য দফতরের।
আরও পড়ুন, ২ দিনে অভূতপূর্ব সাফল্য, স্বাক্ষরিত কয়েকশো মউ, ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: মমতা
দেশের করোনা পরিসংখ্যান
এদিকে দেশে ফের দাপট দেখাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০।এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৯ হাজার ৯৭৪।
দিল্লিতে যে হারে পজিটিভিটি রেট বেড়েছে তা যথেষ্ট আশঙ্কাজনক মানছে ওয়াকিবহাল মহল৷ সম্প্রতি করোনা বিধিনিষেধ উঠিয়ে নিয়েছিল একাধিক রাজ্য। তবে যে হারে এবার বাড়ছে অতিমারী সৃষ্টিকারী ভাইরাস, সেই প্রেক্ষাপটে ফের মাস্ক বিধি বাধ্যতামূলক করতে চলেছে একাধিক রাজ্য। জনবহুল এলাকায় মাস্ক বিধি ফের ফিরতে চলেছে বলে জানা গিয়েছে।






















