WB Business Summit 2022: ২ দিনে অভূতপূর্ব সাফল্য, স্বাক্ষরিত কয়েকশো মউ, ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: মমতা
এ দিন সম্মেলনের মঞ্চে তিনি বলেন, ‘শুধু কলকাতা নয়, জেলাতেও সেই সাফল্য ছড়িয়ে পড়েছে। শিল্পের স্বার্থে কমিটি তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে বৈঠকে বসবে সেই কমিটি। ১৩৭ টি মউ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে।’
কলকাতা: ‘গত ২ দিনে বাণিজ্য সম্মেলনে (WB Business Summit 2022) অভূতপূর্ব সাফল্য এসেছে। বহু ইতিবাচক সাফল্য এসেছে গত ২ দিনে।’ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (WB Business Summit 2022) দ্বিতীয় দিনে এমনই মঞ্চে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে রাজ্য সরকারের (West Bengal) বিভিন্ন দফতরের বৈঠক হবে। স্বাক্ষরিত হবে একাধিক মউ (MoU)। কোন খাতে কত টাকা বিনিয়োগ, বিভিন্ন দফতরের সঙ্গে তা নিয়ে আলোচনা হবে। আজ বিদায়ী ভাষণ দেওয়ার পাশাপাশি, আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত টাকা বিনিয়োগের প্রস্তাব এল? এর আগের পাঁচটা সম্মেলনেই বা কত বিনিয়োগের প্রস্তাব এসেছে? তার মধ্যে কতগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে? এর ফলে কতজনের চাকরি হবে? বুধবার ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর পর থেকে বারবার এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বৃহস্পতিবার এই আয়োজনের শেষ দিনে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরলেন বিনিয়োগ-প্রস্তাবের পরিসংখ্যান।
এ দিন সম্মেলনের মঞ্চে তিনি বলেন, ‘শুধু কলকাতা (Kolkata) নয়, জেলাতেও সেই সাফল্য ছড়িয়ে পড়েছে। শিল্পের স্বার্থে কমিটি তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে বৈঠকে বসবে সেই কমিটি। ১৩৭ টি মউ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে। ’
এ প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী জানান, ‘গত ২ দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। গত ৫ বিজিবিএসে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে।' ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর মক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারণেই এই সাফল্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ যুক্ত। চর্মশিল্পে উত্তরপ্রদেশ (Uttapradesh) থেকে শিল্পপতিরা এসেছেন। শুধুমাত্র এই সম্মেলন থেকে ৪০ লক্ষ নতুন কর্মসংস্থান হতে চলেছে’
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, ‘এখন শিল্পই আমার পরবর্তী গন্তব্য। কৃষির জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি। দেউচা-পাঁচামি অপেক্ষা করছে। জঙ্গলসুন্দরী প্রকল্প চালু হওয়ার পথে। অন্ডাল, বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, বাংলায় ১০ হাজার কোটি টাকাও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তাতে ২৫ হাজার কর্মসংস্থান হবে। গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা করেন শিল্পপতি গৌতম আদানি। দেড় হাজার কোটি টাকার লগ্নির পরিকল্পনার কথা জানিয়েছে হিরানন্দানি গোষ্ঠী। আগামীতে বাংলায় দেড় কোটি চাকরির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: Konnagar News: ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ
গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে রাজ্য সরকারের এই লক্ষ্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে, বাংলায় ১০ হাজার কোটি টাকারও বেশি লগ্নির ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। লক্ষ্যমাত্রা অন্তত ২৫ হাজার কর্মসংস্থানের।
উল্লেখ্য, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে প্রাপ্তি, রাজ্যে কত টাকা বিনিয়োগের প্রস্তাব এল, তা নিয়ে একটি সাংবাদিক বৈঠকও হতে পারে।