West Bengal Corona Update: রাজ্যে একদিনে আক্রান্ত ২২৪ জন, বাড়ল পজিটিভিটি রেট
Coronavirus Update: এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ১৪১ জন। গত একদিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৮৮৮।
কলকাতা: রাজ্যে ফের করোনায় (Coronvirus) মৃত্যু হল একজন। তবে একদিনে ২২৪ জন আক্রান্ত হয়েছে রাজ্যে (West Bengal)। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate) ৪ শতাংশ।
রাজ্যের করোনা পরিসংখ্যান
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal) মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ১৪১ জন। গত একদিনে কোভিড (Covid) থেকে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৮৮৮। সুস্থতার পরিমাণ ৯৮.৮৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৯।
আরও পড়ুন, পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল
দেশের করোনা পরিস্থিতি
দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা এখনও ১৩ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৮১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৯৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৯ হাজার ৪৭৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ হাজার ৭০০।
রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে আসতে পারে কোভিডের ফোর্থ ওয়েভ? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্সকরা। চিকিত্সকদের মতে, করোনার নতুন নতুন প্রজাতি নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।