WB Corona Cases: করোনায় টানা ৩ দিন মৃত্যু শূন্য বাংলা, স্বস্তি বাড়িয়ে কমল সংক্রমণ
West Bengal Coronavirus Updates: এখনও পর্যন্ত অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। এই সংখ্যা গত তিন দিন ধরে একই রয়েছে।
কলকাতা: করোনা (Coronavirus) শূন্য না হলেও কোভিডে (Covid) টানা তিন দিন মৃত্যু শূন্য বাংলা (West Bengal)। স্বস্তি বাড়িয়ে গতকালের থেকে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতর (Department Of Health) সূত্রে প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১২৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ১৩৯। রাজ্যে বর্তমানে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ১৫ হাজার ৬৭০। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫২ জন। বাংলায় মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ৭৪৩।
এখনও পর্যন্ত অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। এই সংখ্যা গত তিন দিন ধরে একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮৮০ জনের। পজিটিভিটি রেট ০.৫২ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 04 March. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) March 4, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৪ মার্চ ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/gsbb9boUC6
রাজ্যের পাশাপাশি দেশের কোভিড-গ্রাফেও স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৫৪। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৩৮৮ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ১৬০ জন।
অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লক্ষ ৭১ হাজার ৭৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার ৩৬৮।