WB Corona Cases: রাজ্যে ১৫ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গতকালের তুলনায় ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। গতকাল রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের।
কলকাতা: গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়েছিলেন ১৪,০২২ জন। আজ সংখ্যাটা একলাফে ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Department Of Health) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছেন ১৫,৪২১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৯৩,৭৪৪ জন।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গতকালের তুলনায় ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। গতকাল রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। সবমিলিয়ে আজ রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৮৪৬ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 06 January 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৬ জানুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/VpDrnP2vgU
">
আজকের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন। আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। গতকালের তুলনায় যা ৮,০৫৯ জন বেশি। সরকারি হিসেবে আজ রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ।
অন্যদিকে ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
তবে গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।