Centre on Covid19: প্রতি জেলা, মহকুমায় কন্ট্রোল রুম খুলুন, হোম আইসোলেশনে থাকাদের দিকে দিন বাড়তি নজর, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
Omicron Corona Surge: ওমিক্রন ভ্যারিয়েন্টের হাত ধরে দেশে চলা করোনার সংক্রমণের সুনামি সামলাতে পরিকাঠামো ও করোনা বেড-ও প্রস্তুত রাখতেও রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের।
নয়াদিল্লি : দেশজুড়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এই অবস্থায় ফের রাজ্যগুলিকে (State) চিঠি দিল কেন্দ্র (Center)। কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া চিঠিতে রাজ্যগুলির প্রতি বার্তা, হোম আইসোলেশনে (Home Isolation) থাকা সংক্রমিতদের উপর বিশেষ নজর (Special Care) দিন। পাশাপাশি প্রতি জেলা (District), মহকুমায় (Sub Division) কোভিড ম্যানেজমেন্টের (Covid Management) জন্য খুলতে হবে কন্ট্রোল রুম (Control Room), এমন বার্তাই দিয়েছে কেন্দ্র। সেই কন্ট্রোল রুমে রাখতে হবে যথেষ্ট সংখ্যায় চিকিৎসক (Doctor), স্বাস্থ্যকর্মী (Health Workers)। ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্টের হাত ধরে দেশে চলা করোনার সংক্রমণের সুনামি সামলাতে পরিকাঠামো ও করোনা বেড-ও প্রস্তুত রাখতেও রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের।
জেলা বা মহকুমা ভেদে করোনা সংক্রমিতের সংখ্যার ওপর নির্ভর করে কন্ট্রোল রুমের কার্যকাল ঠিক করতে বলা হয়েছে। প্রত্যেকটি এলাকার ঠিক কতজন মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত ও তাঁদের রোজের শারীরিক অবস্থা ঠিক কীরকম সে নিয়ে বিস্তারিত তথ্য কন্ট্রোল রুমে রাখার কথা জানানো হয়েছে। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের ওপর বাড়তি নজর রাখার পাশাপাশি জেলা-মহকুমা ভেদে কোভিড ঠিক কত কোভিড চিকিৎসার বেড রয়েছে, সে নিয়েও বিস্তারিত তথ্য জমা রাখতে জানানো হয়েছে চিঠিতে।
Centre writes to states to ensure setting up of district, sub-district control rooms for COVID management with adequate staff, doctors, infrastructure, monitoring of beds availability, making outbound calls to patients in home isolation... pic.twitter.com/RjTv9atRVe
— ANI (@ANI) January 6, 2022
প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ৫০০ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশে বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০। গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৭৯৭ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫।