WB Corona Cases: রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, মৃত্যু শূন্য
গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,১৬,৮১৫। আজ রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।
কলকাতা: রাজ্যে গতকালের তুলনায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,১৬,৮১৫। আজ রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ২১,১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০৭ জন। আজ রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৯৪,৭০১ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 20 March 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২০ মার্চ ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/MOqWlfJyF5
">
দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৫। দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৪৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৭ হাজার ৮৪১। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৭৩ হাজার ৮০২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৮৭ লক্ষ ৮৪ হাজার ৭৭৩।
উল্লেখ্য, ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে।