WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে ৭০৩, বাড়ল মৃত্যুও
WB Corona Cases: সোমবার সংক্রমণ কমলেও ফের চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন।
কলকাতা: সোমবার সংক্রমণ কমলেও ফের চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৮,১১৭ জন। রাজ্যে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ১ দিনে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। সংক্রমণে আজও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেই জেলায় একদিনে আক্রান্ত ১৩৮ জন, ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কলকাতায় একদিনে আক্রান্ত বেড়ে হয়েছে ১২৭ জন। করোনা সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্তের বিচারে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪। এর মধ্যে কেরলে একদিন মৃত্যু হয়েছে ৯৯ জনের। ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৮।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন।
এদিকে কোভ্যাক্সিন নিয়ে বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা। চলতি সপ্তাহেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এএনআই সূত্রে। ANI সূত্রে আরও খবর, কোভ্যাক্সিনের থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের নথি জমা দিয়েছে ভারত বায়োটেক। এই নথি পেশ করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে। তাতে ভ্যাকসিনের কার্যকারিতা ৭৭.৮ শতাংশ বলে দাবি করেছে ভারত বায়োটেক।