ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.১২.২৫) পর্ব ২: ডাক পেল না সন্তোষ ট্রফিজয়ী পুরো টিম। 'সারাক্ষণ গায়ে লেগে ছবি তোলার কী আছে!' প্রশ্ন তৃণমূল বিধায়কের
Ghanhtakhanek Sange Suman: নিরাপত্তাহীনতার কারণেই শনিবার মাত্র ১৭মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।কনুইয়ের গুঁতো থেকে আঁচড়, যুবভারতীতে নিগৃহীত সুয়ারেজ-ডি'পলরাও। খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী আশঙ্কা করেছিলেন যুবভারতীতে গণ্ডগোল হবেই! মন্ত্রী-আমলার চক্রব্যূহে মেসি, ডাক পেল না সন্তোষ ট্রফিজয়ী পুরো টিম। রাস্তায় দেদার পাস বিলি! ভাইরাল ভিডিওয় বিতর্কে মন্ত্রী সুজিত বসু। 'সারাক্ষণ গায়ে লেগে ছবি তোলার কী আছে!' VIP কালচার নিয়ে প্রশ্ন তৃণমূল বিধায়কেরই। কীভাবে ফেরত টিকিটের টাকা? পুলিশের ঘোষণার পরেও অস্বচ্ছতা সর্বস্তরে। হায়দরাবাদ, মুম্বইয়ের পর মেসিকে সফল অভ্যর্থনা দিল্লিরও, লজ্জায় মুখ ঢাকল শুধু কলকাতা।কয়েকঘণ্টা পরেই খসড়া ভোটার তালিকা, শেষ পর্যন্ত বাদ যাচ্ছে কত লক্ষ নাম?
যুবভারতীতে বিশৃঙ্খলা, VIP কালচার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মেসি ভক্তদের অভিযোগ, হাজার হাজার টাকা খসিয়ে টিকিট কাটলেও তারা মেসিকে এক ঝলকও দেখতে পাননি। সারাক্ষণ নেতা-মন্ত্রী-সেলেব্রিটিরাই তাঁকে ঘিরে ছিলেন। এই প্রেক্ষাপটে মনোরঞ্জন ব্যাপারীও বললেন, একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সারাক্ষণ থাকতে হবে, এটার তো কোনও প্রয়োজন নেই। এতগুলো পয়সা খরচা করে, গাড়ি ভাড়া করে গিয়েও মেসিকে এক ঝলক দেখতে পেলাম না। অন্যদিকে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত-সহ একাধিক দাবি তুলে কলকাতা হাইকোর্টে তিন তিনটি মামলা দায়ের হল। মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী ও ২ আইনজীবী। এদিনই ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
ও টিকিটের টাকা ফেরতের দাবিতে হাজরায় মিছিল করে কংগ্রেস।






























