ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.১২.২৫) পর্ব ১: মন্ত্রী-আমলার চক্রব্যূহে মেসি।যুবভারতীতে নিগৃহীত সুয়ারেজ-ডি'পলরাও!
Ghanhtakhanek Sange Suman: নিরাপত্তাহীনতার কারণেই শনিবার মাত্র ১৭মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।কনুইয়ের গুঁতো থেকে আঁচড়, যুবভারতীতে নিগৃহীত সুয়ারেজ-ডি'পলরাও। খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী আশঙ্কা করেছিলেন যুবভারতীতে গণ্ডগোল হবেই! মন্ত্রী-আমলার চক্রব্যূহে মেসি, ডাক পেল না সন্তোষ ট্রফিজয়ী পুরো টিম। রাস্তায় দেদার পাস বিলি! ভাইরাল ভিডিওয় বিতর্কে মন্ত্রী সুজিত বসু। 'সারাক্ষণ গায়ে লেগে ছবি তোলার কী আছে!' VIP কালচার নিয়ে প্রশ্ন তৃণমূল বিধায়কেরই। কীভাবে ফেরত টিকিটের টাকা? পুলিশের ঘোষণার পরেও অস্বচ্ছতা সর্বস্তরে। হায়দরাবাদ, মুম্বইয়ের পর মেসিকে সফল অভ্যর্থনা দিল্লিরও, লজ্জায় মুখ ঢাকল শুধু কলকাতা।কয়েকঘণ্টা পরেই খসড়া ভোটার তালিকা, শেষ পর্যন্ত বাদ যাচ্ছে কত লক্ষ নাম?
নেতা-মন্ত্রী-আমলা থেকে তাঁদের আত্মীয়স্বজনদের চক্রব্য়ুহে মেসি! তারকাকে ঘিরে পিলপিল করে বাড়ছে VVIP-দের ভিড়! শনিবার যুবভারতীর এই ছবি দেখে অনেকেই বলছেন, কী করছিল পুলিশ? মাঠে লোক ঢোকা আটকাতে কেন তারা পদক্ষেপ নিল না? অন্য়দিকে, আজ গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য়পাল।






























