Recruitment Scam : নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের
West Bengal News Live Updates: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
গত দু’দিন ধরে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি (Rain Update)। একইসঙ্গে ভুটান পাহাড়েও অবিরাম ধারাপাত। ফুঁসছে তিস্তা, জলঢাকা নদী। তুমুল বৃষ্টিতে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চারদিক জল থই-থই। তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা ও সংরক্ষিত হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রতিটি নদীতে কানায় কানায় জল। বানারহাটে নদী তীরবর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আগামীকাল পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।
ভবানীপুরের যদুবাবুর বাজারের সামনে অফিস টাইমে যানজট। কলকাতা পুরসভার জলের পাইপ ফেটে যায়। গতকাল থেকেই শুরু হয়েছে পাইপ মেরামতির কাজ। সেই কারণে অফিস টাইমে দক্ষিণমুখী আশুতোষ মুখার্জি রোডে প্রবল যানজট। ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।
রাজ্যে স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের। সশরীরে হাজিরা নয়, ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। মেধাতালিকা প্রকাশ ৩১ অগাস্ট, ভর্তির অনলাইন পোর্টাল খুলবে ১ সেপ্টেম্বর। অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর, প্রথম সিমেস্টারের ক্লাস শুরু ৩ অক্টোবর।
রাতের অন্ধকারে বাঘাযতীন প্লেসে কয়েক লক্ষ টাকা লুঠ। বাইকে করে এসে টাকা লুঠ করে পালাল দুই সশস্ত্র দুষকৃতী। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা মুদির দোকানদার। ব্য়াগে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছিল বলে দাবি তাঁর। বাঘাযতীন স্টেশন লাগোয়া অঞ্চলে আচমকা দুষকৃতীরা পথ আটকায়। রাস্তা লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্র দেখিয়ে টাকা ভর্তি ব্য়াগ নিয়ে দুষকৃতীরা চম্পট দেয় বলে দাবি অভিযোগকারীর। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখা।