Jagdeep Dhankhar : মহিলাদের বিরুদ্ধে অপরাধ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা, অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে আক্রমণের সুর ধনকড়ের গলায়
Jagdeep Dhankhar : 'পশ্চিমবঙ্গ দুর্নীতির আস্তানা, এখন এর সঙ্গে আরও দু-তিনটে মারাত্মক অভিযোগ জুড়ে গেছে' একের পর এক ইস্যুতে রাজ্যপালের আক্রমণ
দীপক ঘোষ, কলকাতা : বি আর অম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল। আজ বিধানসভা চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে জগদীপ ধনকড় জানান, গত কয়েকদিনে রাজ্যে যে সব ঘটনা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, রাজ্যে অপরাধমূলক কাজকর্ম বাড়ছে।
রাজ্যপাল বলেন, ' আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন লোকজন বলেন, ' আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন লোকজন বলেন, পশ্চিমবঙ্গ দুর্নীতির আস্তানা, এখন এর সঙ্গে আরও দু-তিনটে মারাত্মক অভিযোগ জুড়ে গেছে, যেমন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ '
সম্প্রতি হাঁসখালির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই এই মন্তব্য করলেন রাজ্যপাল। শুধু নারীদের বিরুদ্ধে অপরাধ নয়, ফের একবার অধ্যক্ষকে পাশে নিয়ে আবারও প্রশ্ন তুললেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।
বললেন, আজকের দিনে অপরাধের তদন্তের মান নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে, আমাদের স্বাধীন, নিরপেক্ষ, প্রযুক্তিগত ভাবে শক্তিশালী তদন্ত করতে হবে। যাতে প্রশাসনের উপর মানুষের আস্থা থাকে। আধিকারিকরা আমাকে বলেছেন, এটা খুব ভাল ইঙ্গিত নয় '
অন্য রাজ্যের দিকে তাকান: তৃণমূল
যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ' যে কোনও নারী নির্যাতন খুব খারাপ, এগুলোকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, রাজ্যপাল যদি পাশাপাশি একটু সারা ভারতবর্ষের কথা ভাবেন, তাহলে দেখা যাবে, এখনও নারীরা পশ্চিমবঙ্গে অনেক বেশি নিরাপদ-সুরক্ষিত '
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,' রাজ্যপাল অনেক কথাই বলেছেন, অধিকার এবং কর্তব্য একসঙ্গে পালন করতে হবে, অধিকার প্রয়োগ করতে হলে, কর্তব্যের কথাও মনে রাখতে হবে, বিধানসভা যেখানে আমরা কাজকর্ম করি, সংবিধান মেনেই এখানে কাজ করা হয়'
কংগ্রেসের প্রতিক্রিয়া
রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীররঞ্জন চৌধুরী বলেন, ' যখন বুঝতে পারছেন সংবিধানের সঙ্কট...আপনি ভারতবর্ষের সরকাকে কী করার পরামর্শ দিচ্ছেন, জানতে চাই।'