Subrata Saha Demise : হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার
West Bengal News : আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, জানিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বহরমপুরের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। যারপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital)। হাসপাতালেই মৃত্যু হয় মন্ত্রী সুব্রত সাহার। বয়স হয়েছিল ৬৯ বছর। সুব্রত সাহার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, জানিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল ওঁর সঙ্গে, রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল', প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, পরিবার-পরিজন ও অনুরাগীদের জানালেন সমবেদনা।
ভারত জোড়ো যাত্রার মাঝে সুব্রত সাহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, 'সুব্রতদার মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেয়েছি। উনি একসময় কংগ্রেসের অত্যন্ত সক্রিয় এক নেতা ছিলেন। আমাদের কখনও নেতৃত্বও দিয়েছেন। তিনি তৃণমূল করলেও কখনও হিংসা-সংকীর্ণতার রাজনীতি করেননি। তাই মুর্শিদাবাদে সুব্রতদা সম্পর্কে আমরা বলতাম দৈত্যকুলে একজন প্রহ্লাদ। '
তৃণমূলের সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন বলেছেন, 'সহকর্মী, দাদাকে হারালাম। আজ আমাদের সবার খুব দুঃখের দিন।'
দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার
প্রসঙ্গত, ২০১১ সালে সাগরদিঘি (Sagardighi) থেকে মুর্শিদাবাদ (Murshidabad) একমাত্র তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। ২০২১ বিধানসভায় জিতে টানা তৃতীয়বার বিধায়ক হয়েছিলেন তিনি।
রাজনৈতিক জীবনের শুরু থেকে দীর্ঘদিন কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন তিনি। কলেজ জীবনে ছাত্র পরিষদের মাধ্যমে রাজনৈতিক জীবনের হাতেখড়ি। সাতের দশক থেকেই মুর্শিদাবাদ জেলায় অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ। পরে সুব্রত সাহা হয়ে ওঠেন গনি খান চৌধুরীর ঘনিষ্ঠ। তাঁর হাত ধরেই রাজনৈতিক উত্থান শুরু সুব্রত সাহার।
কংগ্রেসে দীর্ঘদিন থাকলেও পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১১ সালে প্রথমবার বিধানসভা ভোটে তৃণমূলের একমাত্র প্রতিনিধি হিসেবে জয়ী হয়েই স্থান পান মন্ত্রীসভায়। সামলেছেন পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতির পদেও থেকেছেন। টানমা তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃতীয়বারের পশ্চিমবঙ্গ সরকারে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত সাহা।
আরও পড়ুন- মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ছ'মাসের শিশুকে ! শান্তিপুরে শোরগোল