West Bengal Live Updates: প্রকাশিত হল ২০২৩-এর প্রাথমিক টেটের ফল, পাস করলেন মাত্র ৬ হাজার ৭৫৪ জন
West Bengal Live News: জেলা থেকে শহর, কোথায় কী হচ্ছে? দেখে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি, বেলা গড়াতেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি, তার জেরেই বৃষ্টিপাত। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা
কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতাতেও। গতকাল ভোর পর্যন্ত কলকাতায় ১৮৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে
২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫১ মিলিমিটার। ১৯৭৮ সালের এই সেপ্টেম্বরেই ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৩৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে! ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বরে ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়। ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭৪.৪ মিলিমিটার। আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ ২৫১.৪ মিলিমিটার।
দ্রুত নিয়োগের দাবিতে ২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র বারাসাত। বারাসাতে বিক্ষোভ ২০২২-এর টেট উত্তীর্ণদের। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ ২০২২-এর টেট উত্তীর্ণদের।আন্দোলনকারীদের বাধা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ যশোর রোড। অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল, খবর সরকারি সূত্রে। ১ বছর ৯ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। বিকেল ৪: ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। এর মধ্যেই বারাসাতে বিক্ষোভ ২০২২-এর টেট উত্তীর্ণদের। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ ২০২২-এর টেট উত্তীর্ণদের। আন্দোলনকারীদের বাধা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ যশোর রোড।
কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পেল না ED। 'হেফাজতে নিয়ে কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ ED দফতরে হাজিরা দেবেন চন্দ্রনাথ সিংহ। প্রয়োজন মনে করলে, তারপরেও ডাকা যেতে পারে'। ED-র দায়ের করা চার্জশিট কেন এত বিলম্বে, প্রশ্ন আদালতের। মন্ত্রীর নথি জমা দিতে কেন বিলম্ব, তা নিয়েও প্রশ্ন আদালতের।
ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র লাদাখের রাজধানী লেহ্। CRPF-এর গাড়িতে আগুন উত্তেজিত ছাত্রদের। লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণার দাবিতে ছাত্রদের বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন পড়ুয়াদের। পূর্ণ রাজ্য ঘোষণার দাবিতে সোনম ওয়াংচুকের কর্মসূচির সমর্থনে ছাত্ররা।
ফের দুর্যোগের ভ্রকুটি, বেলা গড়াতেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি, তার জেরেই বৃষ্টিপাত। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা । আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতাতেও। গতকাল ভোর পর্যন্ত কলকাতায় ১৮৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
Kunal Ghosh: মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে কুণাল ঘোষকে 'লাগাম'
মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে কুণাল ঘোষকে 'লাগাম'
'আপাতত বিজেপি নেতা-অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য নয়'
'পরিবার-সহ মিঠুনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পারবেন না কুণাল ঘোষ'
মিঠুন চক্রবর্তীর করা ১০০ কোটির মানহানির মামলায় নির্দেশ হাইকোর্টের
'আগামী ৩ মাস মিঠুনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পারবেন না কুণাল ঘোষ'
তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানির অভিযোগ
কুরুচিকর মন্তব্য করে সম্মানহানির অভিযোগে ১০০ কোটির মামলা মিঠুন চক্রবর্তীর
মিঠুন চক্রবর্তীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের, ডিসেম্বরে ফের শুনানি
West Bengal News: BDO-কে বিজেপি বিধায়কের 'হুমকি'! খানাকুলে তোলপাড়
BDO-কে বিজেপি বিধায়কের 'হুমকি'! খানাকুলে তোলপাড়
BDO-র চেম্বারে ঢুকে হুমকি, অভিযুক্ত খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ
আপত্তিকর স্লোগান দেওয়ারও অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে
BDO-বিধায়ক বিতণ্ডায় তীব্র উত্তেজনা খানাকুল-১ ব্লক অফিসে
শাসক দলের হয়ে কাজ করছেন বিডিও, অভিযোগ বিজেপি বিধায়কের
অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটের কাজ করানোরও অভিযোগ
অস্থায়ী কর্মীরা ভোটের কাজ করেননি, অভিযোগ উড়িয়ে দাবি BDO-র
কর্মীদের উদ্দেশে বিরূপ মন্তব্য করছেন বিধায়ক, পাল্টা অভিযোগ BDO-র






















