West Bengal News LIVE: অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ, ঠাকুর দেখার সঙ্গে দেদার আড্ডা, খাওয়া-দাওয়া
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
LIVE

Background
আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও হল কুমারীপুজো। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন। দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া।
Behala Pujo Pandel Death: বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে মহিলার মৃত্যু
বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে মহিলার মৃত্যু। গতকাল মধ্যরাতে প্রতিমা দর্শনের পরে বেরিয়েই অসুস্থ মহিলা। এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন হরিদেবপুরের সঙ্গীতা রানা। সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলাকে CPR দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই সঙ্গীতা রানা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাঁপানির ক্রনিক রোগী ছিলেন সঙ্গীতা, জানিয়েছে পরিবার। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ মহিলাকে। মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে: পুলিশ সূত্র।
Tridhara Durga Puja: ত্রিধারা সম্মিলনীর লাইভ অঘোরি ডান্স পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ
নিরাপত্তার কারণ দেখিয়ে ত্রিধারা সম্মিলনীর লাইভ অঘোরি ডান্স পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ।






















