Nandigram : দলে ভাঙনের আশঙ্কা, নন্দীগ্রামে জয়ীদের শপথবাক্য পাঠ করাল তৃণমূল !
News Live Update: দেশ ও রাজ্যের সব খবরের চলজলদি আপডেট

Background
ভয়ের ভাঙড়ে (Bhangar) ফের গুলি চলার অভিযোগ। চালতাবেড়িয়ায় গুরুতর জখম তৃণমূলের (TMC) পরাজিত প্রার্থী। ভর্তি হাসপাতালে। আইএসএফের (ISF) বিরুদ্ধে হামলার অভিযোগ সওকতের।
বাংলায় (West Bengal) কীভাবে সন্ত্রাস, দিল্লিতে দেখাতে চায় বিজেপি(BJP)। আক্রান্তদের নিয়ে এসসিএসটি কমিশনে যাওয়ার কথা ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)। ঘরছাড়াদের নিয়ে গেলেন থানায়।
ভোটে (Panchayat Election) অবাধে সন্ত্রাস। প্রতিবাদে আজ পুলিশের অনুমতি ছাড়াই মহামিছিলের ডাক বিজেপির। সুকান্ত-দিলীপ (Dilip Ghosh)-শুভেন্দুর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে মিছিলের হুঙ্কার।
ভোটে বেলাগাম সন্ত্রাস। খতিয়ে দেখতে এবার দেগঙ্গায় বিজেপির ৫ মহিলা সাংসদ।
চব্বিশের আগে একমঞ্চে সনিয়া-মমতা(Mamata Banerjee)-ইয়েচুরি। বাংলার ভোটে বাম-কংগ্রেসকর্মীদের উপর হামলার প্রসঙ্গ তুলে আক্রমণে মোদি (Narendra Modi)।
চব্বিশের আগে বিরোধীদের স্পেশাল ২৬। বিজেপিকে রুখতে মমতার দেওয়া নতুন জোটের নাম INDIA-তেই সিলমোহর। পরের বৈঠক মুম্বইয়ে (Mumbai)।
বাংলায় শত্রু, বেঙ্গালুরুতে কী বনধু! বদলাচ্ছে মমতা-রাহুল সমীকরণ? তৃণমূলনেত্রীকে মাঝে রেখে কথা হল সনিয়া-রাহুলের (Rahul Gandhi)।
বেঙ্গালুরুর মঞ্চ থেকে বিজেপিকে ভোটে হারানোর হুঙ্কার মমতার। এজেন্সির অপব্যবহারের অভিযোগ। আগে আমাকে হারান, তারপরে মোদি, চ্যালেঞ্জ শুভেন্দুর।
জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতে নির্বাচন 'বয়কট', তাও ভোট পড়ল ৯৫%! বিস্মিত হাইকোর্ট (High Court)। ডিজি, আইজিকে অনুসন্ধানের নির্দেশ। বিডিও-র রিপোর্টও তলব।
কোথাও পুকুরে, কোথাও পাটের খেতে, কোথায় নদীর পাড়ে বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালট! অবাধে ভোট লুঠের প্রমাণের অভিযোগে বিক্ষোভ।
বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও নেই নাম! আরামবাগে ভুল ব্যালটে ভোটের অভিযোগে হাইকোর্টে বিজেপি। সাতদিনে বিডিওর কাছে রিপোর্ট তলব আদালতের।
বাংলার পর্বতারোহী দলের মুকুটে নতুন পালক। প্রথমবার কাশ্মীরের ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয়। রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে নজির গড়লেন সত্যরূপ সিদ্ধান্ত-সহ ৯ পর্বতারোহী।






















