Saumen Kumar Mahapatra: খড়গপুর আইআইটি আবাসনে উদ্ধার ঝুলন্ত দেহ, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নীর রহস্যমৃত্যু
Kharagpur IIT Quarter: বুধবার সকালে খড়গপুর আইআইটি-র আবাসনে উদ্ধার হয় মন্ত্রীর ভাগ্নীর ঝুলন্ত দেহ।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর আইআইটি-র আবাসনে রহস্যমৃত্যু রাজ্য়ের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Saumen Kumar Mahapatra) ভাগ্নির। খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT Quarter) আবাসনের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ থেকে তিনি আত্মঘাতী (Alleged Suicide) হয়ে থাকবেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রীর ভাগ্নীর রহস্যমৃত্যু
পরিবার সূত্রে খবর, বুধবার সকালে খড়গপুর আইআইটি-র আবাসনে উদ্ধার হয় মন্ত্রীর ভাগ্নীর ঝুলন্ত দেহ। মৃতার নাম স্বাগতা ভট্টাচার্য (Swagata Bhattacharya)। আইআইটি খড়গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল-এর চিকিৎসক ছিলেন স্বাগতা। আইআইটি-র কোয়ার্টারে থাকতেন মায়ে সঙ্গে। ওই কোয়ার্টারের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
আত্মহত্যা বলে অনুমান
মন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্বাগতার মা বাজারে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, আত্মঘাতী হয়েছেন স্বাগতা। পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত চলছে। এ দিন সেখানে যান মন্ত্রী খোদ। তবে এ নিয়ে কোনও বিবৃতি দেননি মন্ত্রী।
অন্য দিকে, এ দিনই কুয়ো থেকে টায়ার তুলতে গিয়ে ফারাক্কায় জখম হন তিন যুবক। প্রথমে দু'জনকে কুয়ো থেকে উদ্ধার করা সম্ভব হয়। তৃতীয় জনকে খুঁজতে হিমশিম খেতে হয় সকলকে। তবে শেষ মেশ তাঁকেও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তিন জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: GTA Election Update : পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনীত থাপার দলের
পুলিশ জানিয়েছে, বাহাদুরপুর এলাকায় একটি পরিত্যক্ত কুয়ো রয়েছে। সেই কুয়োতেই কোনও ভাবে টায়ার পড়ে গিয়েছিল। সেটি তুলতে গিয়ে কুয়োয় পড়ে যান এক যুবক। তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন বাকি দু'জন। পারেননি। তাঁরাও কুয়োর মধ্যে পড়ে যান।