![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Medinipur Weather: কড়া রোদ না কি দেখা মিলবে বৃষ্টির? কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?
Weather Forecast: সকাল থেকে রোদ। মেঘের দেখা মিলবে ২ মেদিনীপুরে?
![Medinipur Weather: কড়া রোদ না কি দেখা মিলবে বৃষ্টির? কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া? West Bengal Monsoon Update Weather in Purba Medinipur Paschim Medinipur Rain Forecast 1 june 2024 Medinipur Weather: কড়া রোদ না কি দেখা মিলবে বৃষ্টির? কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/d7826f3c293cdc5e67bfc332b61f805d1717270110727385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ রবিবার। কড়া রোদের দেখা মিলবে। রোদের তাপ থাকবে। গরমও থাকবে। প্রবল আর্দ্র আবহাওয়া থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। স্যাঁতসেঁতে আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটাই কম। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে। খুব গরম ও খুব আর্দ্র হবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১৩ এর আশেপাশে থাকছে। রবিবার জেলায় হাওয়ার গতিবেগ ২০-২১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪৫-৪৬
কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ১২ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
সোমবার অত্যন্ত গরম থাকবে জেলায়। কড়া রোদ থাকবে এলাকায়। রোদের কারণেই গরম অনুভূত হবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে জেলায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৯-২০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৪৪-৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১৩-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ২২ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা ৫৬ মিনিট।
পশ্চিম মেদিনীপুর:
রবিবার জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সকাল থেকে বিকেল- মোটামুটি সারাদিনই আকাশে মেঘ থাকবে। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২২-২৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৪ শতাংশের কাছাকাছি থাকবে।
সোমবার জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। রোদের দেখাও মিলবে। সকাল থেকেই আকাশে মেঘ দেখা যেতে পারে। রাতের দিকেও আকাশে মেঘ থাকবে। তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৯ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৩ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)