Top News: বাঁকুড়ায় ২টি মালগাড়ির সংঘর্ষ, রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব, ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে সাগরে
Top News For Today: আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন
কলকাতা: দিনের শুরুতে দেখে নিন গুরুত্বপূর্ণ খবরগুলি
বাঁকুড়ায় রেল দুর্ঘটনা
বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ছিঁড়ে যায় ওভারহেড তার। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই দুই চালককে উদ্ধার করেন। প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কীভাবে এল? কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনারকে তলব
ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা। সূত্রের খবর, কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় সি ভি আনন্দ বোস। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাজ্যপাল। এই সংঘাতের আবহের মধ্যেই আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজভবনে।
আক্রান্ত বাম প্রার্থী
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত দুই বাম কর্মী। মারধর করে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডেবরার কুলিয়া অঞ্চলে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার সেরে ফেরার পথে, দুই সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের দাবি, বিজেপি-সিপিএমের গন্ডগোলের দায় তাদের ঘাড়ে চাপানো হচ্ছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। শাসকদলকে বামেদের হুঁশিয়ারি, ২০১৮-র পুনরাবৃত্তি ২০২৩ হবে না।
ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস
ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস। এবার রঘুনাথগঞ্জে পুকুর পাড় উদ্ধার হল এক ব্যাগ ভর্তি তাজা বোমা। আজ সকালে জেঠিয়া এলাকায় পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি ব্যাগে ১০টির মতো বোমা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কিত গ্রামবাসীরা রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি বাধাতেই বোমা মজুত করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এর আগে গতকাল সকালে বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক দুষকৃতীর মৃত্যু হয়। রানিনগরে একদিনে তিনবার বোমাবাজির ঘটনা ঘটে। এভাবে ঘন ঘন বোমা উদ্ধার ও বোমাবাজিতে গোটা মুর্শিদাবাদ জুড়েই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
ভোট-সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর
ভোট-সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। একদিনে তিনবার বোমাবাজি। রানিনগরের মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরদাদপুর এলাকায় তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি হয়। মাথা ফাটে ৪ তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। হামলা-যোগ অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত
বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘণ্টায় তা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
কিছুটা স্বস্তি পুতিনের, পিছু হটল ওয়াগানার বাহিনী
কিছুটা স্বস্তি পুতিনের, পিছু হটল ওয়াগানার বাহিনী। মস্কোর দিকে এগিয়েও পিছু হটল ধনকুবের প্রিগোজিনের ২০ হাজার ভাড়াটে সৈন্য। আর রাশিয়ার কারও রক্তপাত চাই না, বার্তা ধনকুবের হোটেল ব্যবসায়ী প্রিগোজিনের আগেই ইউক্রেন-সীমান্তবর্তী একাধিক শহরে ঢুকে পড়ে ওয়াগানার বাহিনী। পাল্টা প্রতিরোধ করে পুতিন বাহিনী । প্রতিরোধ উড়িয়ে মস্কোর দিকে এগোতে থাকে প্রিগোজিনের সৈন্য দল। তার মধ্যেই পিছু হটল ওয়াগানার বাহিনী, বাঙ্কারে ফিরল প্রিগোজিনের ভাড়াটে সেনা।
সংখ্যালঘুদের মন জয়ে ঢালাও প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী
যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না। পঞ্চায়েত ভোটের আগে কল্যাণীর সংখ্য়ালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, আমাদের একবার সুযোগ দিন। বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
রাজ্য়পাল 'কাছে', তৃণমূল 'দূরে'?
পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূলের টাউন সভাপতির পরিবারকে ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল। দিলেন পাশে থাকার আশ্বাস। এদিকে, রাজ্যপাল ফোন করায় খুশি হলেও, আক্ষেপের সুরে তৃণমূল নেতার পরিবারের দাবি, খোঁজ নেয়নি দলেরই শীর্ষ নেতৃত্ব। দল পাশে আছে, দাবি জেলা তৃণমূল সভাপতির।
ব্লক সভাপতি গণেশ ঘোষকে বহিষ্কার করল তৃণমূল
দলের হুইপ অমান্য় করে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্তে অনড় থাকায় উত্তর ২৪ পরগনার বাগদা পূর্বের আইএনটিটিইউসির ব্লক সভাপতি গণেশ ঘোষকে বহিষ্কার করল তৃণমূল। দলের নির্দেশ সত্ত্বেও যে নির্দল প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্য়াহার করেননি তাঁদের দলের হয়ে কাজ করতে ৭২ ঘণ্টার সময় বেঁদে দিলেন তৃণমূল জেলা সভাপতি। না হলে তাঁদেরও দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন