West Bengal News Live: ১৫দিন পার, এখনও 'হৃদয়ে' গণধর্ষণ অভিযুক্ত মনোজিৎ
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে তুমুল বিতর্ক। চুপ বিভাগীয় প্রধান। মুদ্রণের ভুল, সাফাই রেজিস্ট্রারের।
রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে ই-মেলে অভিযোগ বিজেপির। সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া তৃণমূলের। বিতর্কে হতাশ বিপ্লবী পুত্র।
প্রশ্নপত্রে বিপ্লবীদের পরিচয় সন্ত্রাসবাদী হিসেবে। চাপের মুখে দুঃখপ্রকাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর। পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে চাওয়া হল ঘটনার বিস্তারিত রিপোর্ট।
শীতলকুচিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বরেন বর্মনকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি। তুমুল উত্তেজনা। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর (AMBI)
ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বৃষ্টির মধ্যেই লালবাজার অভিযান কংগ্রেসের। কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযান কংগ্রেসের। মিছিলের আগে জমায়েত নেতা-কর্মীদের।
ধর্মঘটের মধ্যে জোড়াসাঁকো থানার OC-কে চড়কাণ্ডে SFI নেত্রীকে তলব। আজই হাজিরার নোটিস। যে পুলিশ বুনিয়াদপুরে চড় মেরেছিলেন, তাঁর কি হল, পাল্টা প্রশ্ন শতরূপের।
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা। অভিযোগ সিঁথি থানার ASI-এর বিরুদ্ধে। স্টাইপেন্ড পাইয়ে দেওয়ারও দাবি। পারিবারিক বিবাদে মিথ্যা অভিযোগ, দাবি অভিযুক্তর।
মহেশতলায় স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে যাওয়া নার্সের মৃত্যুতদন্তে গ্রেফতার স্বামী। জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক অসঙ্গতি, আছে পারিপার্শ্বিক তথ্য়প্রমাণও, দাবি পুলিশের।
মোদি রাজ্যে ফের বিপর্যয়। এবার ভডোদরায় ভেঙে পড়ল ৪০ বছর পুরনো সেতু। নদীতে পড়ল পরপর গাড়ি। মৃত ১৫। ফিরল মোরবি বিপর্যয়ের ছবি।
নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে। আজ আরও সরবে ছত্তীসগড়ের দিকে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কমবে, বাড়বে পশ্চিমাঞ্চলে। বেহাল দক্ষিণ ২৪ পরগনা।
West Bengal News Live: জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী!
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী!
WB News Live Updates: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু
জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু






















