West Bengal News Live : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল! রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
- ভাঙড় থানার ৫০০ মিটার দূরে চোর সন্দেহে মারধরে প্রৌঢ়ের মৃত্যু। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে মারধর করা হয়।দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরে মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, দাবি পুলিশের। ঘটনায় গ্রেফতার ২।
- বিহার থেকে বাংলায় আনার আগের দিনও বেপরোয়া সুবোধ সিং। আমি বাংলায় যাচ্ছি, জেল থেকে ফোনে জানায় সুবোধ। দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। অজয়কে কাজে লাগিয়ে প্রোমোটিং ব্যবসায় ঢুকতে চেয়েছিল সুবোধ। অজয় মণ্ডলের বিভিন্ন ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল বিহারের গ্যাংস্টার। ভয় দেখিয়ে অজয় মণ্ডলকে নিয়ন্ত্রণের চেষ্টা। দাবি CID সূত্রে।
- বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শ্যুটআউটের ঘটনায় পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে হামলার অস্ত্র সরবরাহ করে সাহিল। সুবোধের BLUE PRINT অনুযায়ী বিহারের নওয়াদা থেকে আনে ৪টি পিস্তল। ৩ হামলাকারীর হাতে তুলে দেয়। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি হোটেলে অস্ত্রের হাতবদল। দাবি পুলিশের।
- পুলিশের গাফিলতি আছে। না হলে বারবার একই ঘটনা ঘটছে কেন। অজয় মণ্ডল থেকে তাপস ভকত, একের পর এক ব্যবসায়ী হুমকির অভিযোগ করছেন। এটা যথেষ্ট আতঙ্কের। মন্তব্য তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের।
- ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে নাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার। বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ২ তৃণমূল নেতা, চার্জশিটে দাবি NIA-র। বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। লজিস্টিক সাপোর্টের দায়িত্ব ছিল মানবকুমার, নবকুমার পণ্ডা ও বলাইচরণ মাইতি। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।
- ফের কলকাতায় অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের ৯ টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কারখানার সব গেট বন্ধ থাকায় আগুন থেকে বাঁচতে ঝাঁপ এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
- মালদার ইংরেজবাজারে শাটার ভেঙে সোনার দোকানে লুঠপাট। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। গ্যাস কাটার দিয়ে শাটার কেটে দোকানে ঢোকে দুষকৃতারা। সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। চুরির জেরে আতঙ্কিত ব্যবসায়ীরা।
- বোলপুরের রজতপুরে একই পরিবারের ৩ জনের পুড়ে মৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। অচেতন করে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার বাড়িরই সেজ বউ। অভিযোগ, স্থানীয় এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। ভাসুর তা দেখে ফেলায় খুনের চক্রান্ত বলে অনুমান পুলিশের। পলাতক অভিযুক্ত হাতুড়ে।
West Bengal News Live : সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য
একজনকে বাঁচাতে কেন এত আগ্রহী সরকার? সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। গ্রেফতারিতে বিলম্ব নিয়েও প্রশ্ন।
WB News Live Updates : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল! রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় ৯৭ শতাংশই ফেল!
রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ!
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে মূল বিষয়ে মাত্র ৩ শতাংশ ছাত্র-ছাত্রী পাস
মূল বিষয়ে ফেল, বাকি ২টি প্রধান বিষয়ের একটি পাস করে দ্বিতীয় সেমিস্টারে
রেজাল্ট প্রত্যাহারের দাবিতে সরব ছাত্র-ছাত্রীরা, ক্যাম্পাসে মিছিল
West Bengal News Live : সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর!
সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে সিইএসসি? --
'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি'
'একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'
সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর! -
WB News Live Updates : 'দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই' হাইকোর্টে জানাল সিবিআই
'দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই' চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হাইকোর্টে জানাল সিবিআই
West Bengal News Live : বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা
বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা। এই অভিযোগে চন্দ্রকোণার বান্দিপুরে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।