West Bengal News Live : কাঁথি থেকে বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণকাণ্ডে ২ সন্দেহভাজন গ্রেফতার
West Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর সবার আগে এই লিঙ্কে।
LIVE
Background
আবার শিরোনামে সন্দেশখালি ( Sandeshkhali )। শেখ শাহজাহান ( Sheikh Sahajahan ) জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি। জবর দখল করা জমি ফেরত চাইলে মিলছে খুনের হুমকি। এমন সব বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁরা।
সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকায় এখ বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক বিষয়ে রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা হচ্ছে, বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূল।
অন্যদিকে লোকসভা ভোটের আবহে হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী। ৪ জুন পর আরও ধোঁয়া দেখা যাবে বলেও দাবি করলেন তিনি। এমনকি শিল্পবিমুখ সিঙ্গুর নিয়ে দিলেন সবুজায়নের ব্যাখ্যা। যদিও রচনার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বললেন, মানুষ সব দেখছে।
সামনেই ভোট। সব দলের প্রস্তুতি তুঙ্গে। তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ২১টি লোকসভা কেন্দ্রে কী হতে পারে, তার আঁচ পাওয়া গেছে সমীক্ষার প্রথম পর্বে। বাকি ২১টি কেন্দ্রে কী হতে পারে, তা জানতে দেখুন Opinion Poll-পর্ব - ২, আজ রাত ৮টায়।
WB News Live Update:দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর
দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ-এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ।
WB News Live : তৃণমূলকর্মীদেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক!
তৃণমূলকর্মীদেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক! হাওড়ার ডোমজুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিধায়কের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল সদস্যের তৃণমূলে যোগ । প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে তৃণমূলকর্মীদেরই একাংশের বিক্ষোভ। সভা থেকে বেরোনোর সময় বিধায়কের গাড়ি ঘিরে কালো পতাকা। কোনও বিক্ষোভের কিছু হয়নি, পাল্টা দাবি বিধায়ক সীতারাম ঘোষের।
WB News Live Update:ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক', ময়নাগুড়ির সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
WB News Live : দানব-দস্যু, কোচবিহারে বিজেপি প্রার্থী একজন গুন্ডা। নিশীথ প্রামাণিককে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দানব-দস্যু, কোচবিহারে বিজেপি প্রার্থী একজন গুন্ডা। নিশীথ প্রামাণিককে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live Update: দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর
দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ-এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ।