West Bengal News Live: কলকাতায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাল করবেন পুজোর উদ্বোধন
Durga Puja News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন। নীচের একাধিক ফ্ল্যাটে আতঙ্ক। কোনওমতে নামানো হল বাসিন্দাদের। ছাদের অংশে এসি-র কাজ চলাকালীন আগুন, দাবি প্রত্যক্ষদর্শীদের।
২। পুজোর মুখে ফের পথে ২০২৫-এর SSC চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত মিছিল। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা। পরে SSC ভবনে গেল প্রতিনিধি দল।
৩। পথে ২০১৬-র যোগ্য গ্রুপ সি ও ডি চাকরিহারারাও। বেতন চালুর দাবিতে বিক্ষোভ। নিয়োগ আটকে থাকার প্রতিবাদে বিকাশ ভবন অভিযান মাদ্রাসা চাকরিপ্রার্থীদের।
৩। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। রাজ্য সরকার, কলকাতা পুরসভা, CESC-র রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।
৪। ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য ? জানাতে হবে রিপোর্টে। নিকাশি রিপোর্ট দিতে পুরসভাকে নির্দেশ। দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ CESC-র, জানতে চাইল আদালত।
৫। বৃষ্টি থামার ২ দিন পরেও জলমগ্ন অজয়নগর সার্ভিস রোড, উদিতা আবাসন। নেই বিদ্যুৎ, চলছে না লিফট। ফ্ল্যাট ছেড়ে হোটেলে বহু বাসিন্দা। সকালে জল ম্যান্ডেভিলা গার্ডেন্সেও।
৬। দুর্যোগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎহীন গড়িয়াহাট ITI চত্বর। কাউন্সেলিংয়ে নাজেহাল পড়ুয়া-শিক্ষকরা। আলো নেই ট্রাফিক সিগন্যালেও।
৭। মুর্শিদাবাদে সমবায় ভোটে সিপিএমের সঙ্গে জোট তৃণমূলেরই একাংশের! জোটের প্রার্থীর হাতে হারল শাসক সাংসদের সমর্থিত প্রার্থী। জোটের হাতে হার বিজেপি সমর্থিত প্রার্থীরও।
৮। আদালতে স্বস্তির পরই ED দফতরে হাজিরা চন্দ্রনাথ সিংহর। আসতে হবে আগামীকালও। গতকাল আদালতে খারিজ ED-র আবেদন। বহাল অন্তর্বর্তী জামিন-নির্দেশ।
৯। লেহ্তে ছাত্র পুলিশ সংঘর্ষের জন্য সোনম ওয়াংচুক দায়ী। আত্মরক্ষার্থে গুলি পুলিশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি। । পিছনে কংগ্রেস, অভিযোগ বিজেপির। আজ কার্গিল বন্ধ।
১০। জম্মু-কাশ্মীরে অভিযান নিরাপত্তা বাহিনীর। গ্রেফতার পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত জঙ্গি। ধৃত ইউসুফ কাটারিয়ার বিরুদ্ধে হামলার সময় জঙ্গিদের রসদ জোগানোর অভিযোগ।
১১। প্রতিরক্ষা ক্ষেত্রে ফের বড় সাফল্য ভারতের। রেল ট্র্যাকের উপর থেকে ছোড়া হল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। অভিনন্দন জানালেন রাজনাথ।
১২। থিম নবদুর্গা। পুরাণভাবনায় সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। থিম প্রশ্ন, সাম্য ভাবনায় সেরা রাজডাঙা নব উদয় সঙ্ঘ। থিম সত্যান্বেষী, মননে সেরা দমদম পার্ক তরুণ সঙ্ঘ।
Amit Shah Live: কলকাতায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কলকাতায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার ও সল্টলেকের ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। বিমানবন্দরে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা।
Kolkata News Live: বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, তাই ২ দিন ধরে হাত দেখিয়েই ট্রাফিক সামলাতে হচ্ছে পুলিশকর্মীদের
বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। তাই ২ দিন ধরে হাত দেখিয়েই ট্রাফিক সামলাতে হচ্ছে পুলিশকর্মীদের। অন্ধকার গড়িয়াহাট আইটিআই। বাইরে বেঞ্চ, টেবিল পেতে ভর্তির কাউন্সেলিং করছেন কর্মীরা। পুজোর মুখে বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।






















