এক্সপ্লোর
WB News Live : নির্দেশ না মানায় কমিশনের তলব, সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব, বিকেলেই হাজিরার সম্ভাবনা
অফিসারদের সাসপেনশন, FIR-নির্দেশ অমান্যে কড়া জাতীয় নির্বাচন কমিশন। এবার মুখ্যসচিবকে দিল্লিতে তলব। আজ বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ।
LIVE
Key Events

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
Source : ABP Ananda
Background
- পুলিশ কমিশনারের উদ্দেশে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে তোলপাড় চলছে। এবার এনিয়ে সরব হল 'ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি'। তবে মাসখানেক আগে বোলপুর থানার IC লিটন হালদারের পরিবার নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে এরকম প্রতিবাদ দেখা যায়নি কেন? সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতেই তাল কাটে।
- নবান্ন অভিযানের দিন মাটিতে ফেলে অভয়ার মা-কে মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাঁর শাখা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সেই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর ক্ষেত্রেও চরম হেনস্থার মুখে পড়তে হল বলে অভিযোগ করলেন অভয়ার বাবা। কলকাতার পুলিশ কমিশনারকে মেল করার পর দুপুর ৩টে ৫৩-য় অভিযোগ দায়ের হয় নিউমার্কেট থানায়।
- বর্ষায় ফুঁসছে গঙ্গা। ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় উত্তর চাচণ্ড ও মধ্য চাচন্ড এলাকার বাসিন্দাদের অনেকেই ভিটেমাটি ছাড়ছেন। সোমবার মাঝরাতে প্রায় ৭-৮টি বাড়ি নদীতে তলিয়ে গেছে।
15:53 PM (IST) • 13 Aug 2025
WB News : ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে পথে নামছেন অধীর চৌধুরী
ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে পথে নামছেন অধীর চৌধুরী। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগেও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
15:00 PM (IST) • 13 Aug 2025
Kolkata News : DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির মণ্ডল সম্পাদক
RG কর-কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে ধুন্ধুমার, নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার । ধৃত চন্দন গুপ্ত ভাটপাড়া ২ ব্লকের বিজেপির মণ্ডল সম্পাদক। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ
Load More
Tags :
Mamata Banerjee West Bengal Assembly Election West Bengal News TMC BJP Election Commission ABHISHEK BANERJEE News Live Update SIRবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















