WB News Live : এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র
West Bengal News Live :এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর, দেখুন একনজরে ...
LIVE
Background
কলকাতা: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর! মুর্শিদাবাদ, মালদার সঙ্গে বিহারের ৩ জেলা যুক্ত করার সওয়াল। সাম্প্রদায়িক মন্তব্য, সর্বশক্তি দিয়ে বিরোধিতার হুঁশিয়ারি সৌগতর। বিজেপির মাথা থেকে হিনদু রাষ্ট্রের ভূত তাড়াতে হবে, আক্রমণে বিকাশ। বন্ধ করতে হবে অনুপ্রবেশ, দাবি বিজেপির। উত্তরবঙ্গে উন্নয়ন করতে না পারলে ছেড়ে দিক রাজ্য। সুকান্তর পাশে দাঁড়িয়ে মন্তব্য জয়ন্ত রায়ের। আলাদা রাজ্যের দাবিতে অনড় বিষ্ণুপ্রসাদ। বাংলা ভাগের বিরুদ্ধ দল, মন্তব্য শমীকের। ফের অনন্তর মুখে গ্রেটার কোচবিহারের সওয়াল। ভোটে ভরাডুবির পর নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল।
পাঁচ বছর ঘরছাড়া, ফিরতেই ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন! বালি পাচার, জমি দখলের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। তৃণমূল কর্মী-সহ গ্রেফতার ৫। ফের শুভেন্দুর কর্মসূচিতে না পুলিশের। শেষ মুহূর্তে রামপুরহাটে গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্নায় অনুমতি বাতিলের অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।বাজেট নিয়ে সংঘাতের পথে বিরোধীরা। শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিল্লি যাত্রা বাতিল মমতার। যোগ দেবেন কি নীতি আয়োগের বৈঠকে? এখনও ধোঁয়াশা। যাদবপুর আছে যাদবপুরেই! এবার ল্যাপটপ চোর সন্দেহে হস্টেলে ছাত্রকে নির্যাতন, হাসপাতালে নিয়ে যেতেও বাধার অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ এসএফআইয়ের। বর্ধিত ফি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি।
West Bengal News Live: এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র
এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র। দু'জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, ২ জনেরই ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালি। এই ধরনের ঘটনা রুখতে পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
West Bengal News Live: এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র
এখনও বিপদমুক্ত নন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুরিকাহত ছাত্রী ও প্রাক্তন ছাত্র। দু'জনেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, ২ জনেরই ক্ষতিগ্রস্ত হয়েছে স্বর নালি। এই ধরনের ঘটনা রুখতে পড়ুয়াদের সচেতন করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
WB News Live Blog: মেচেদা স্টেশনে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা
মেচেদা স্টেশনে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। মা-মেয়ের 'শ্লীলতাহানি', চিৎকার করেও সাহায্য না মেলার অভিযোগ। 'দেখা মেলেনি আরপিএফ-জিআরপির, চিৎকার করেও মেলেনি সাহায্য', অভিযোগ দায়ের কলেজ ছাত্রী ও তাঁর মায়ের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা, জানাল আরপিএফ। অভিযোগ পেয়েই তদন্ত শুরু, জানাল জিআরপি।
West Bengal News Live: কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে কুপিয়ে খুন
কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে কুপিয়ে খুন। আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামে ঠিকাদারকে কুপিয়ে খুন। ঠিকাদার আরিফ খানের উপরে ৩জন চপার নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ন্যাশনাল মেডিক্যালে আনার পরে মৃত্যু।
WB News Live Blog: আড়িয়াদহে পুকুরের একাংশ বুজিয়ে জয়ন্তর প্রাসাদ, নোটিস পুরসভার
আড়িয়াদহে পুকুরের একাংশ বুজিয়ে জয়ন্তর প্রাসাদ, নোটিস পুরসভার। ৪৮ ঘণ্টার মধ্যে জমি মালিক দিলীপ মুখোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ। জমি মালিককে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস কামারহাটি পুরসভার। পুকুরের একাংশ বুজিয়ে জয়ন্তর প্রাসাদ, পুকুর মালিককেও নোটিস।