West Bengal News Live : হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে ।
LIVE
Background
কলকাতা : বউবাজারের ছাত্রাবাসে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় যুবকের। তাই নিয়ে ধুন্ধুমার হয় পরিস্থিতি। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল বলে দাবি করেছেন সুপার। বউবাজারের মেসে টিভি মেকানিকের ভেঙে গিয়েছিল পা। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মেসের ১৪ জন আবাসিক। মেস থেকে উদ্ধার করা হয়েছে ব্যাট ও লাঠি।
হকারদের ১ মাস সময় দিলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি পার্কিং রুখতে কলকাতা জুড়ে পুলিশের অভিযান। কোথাও গাড়িতে লাগানো হল কাঁটা, কোথাও বাজেয়াপ্ত করা হল গাড়ি। ফুটপাথ দখল মুক্ত করতে শুরু হল সমীক্ষা। মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেটে পুরসভার হাই পাওয়ার্ড কমিটি। গড়িয়াহাটেও হকারদের সঙ্গেও কথা। সমীক্ষার পর জমা পড়ে রিপোর্ট।
রাস্তার ওপর অবৈধ কাঠামো ভাঙতে গেলে বাধা, বোলপুরে প্রবল উত্তেজনা। বুলডোজারের ওপরে উঠে বিক্ষোভ ব্যবসায়ীদের। ভাঙার কাজ বন্ধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস পুরসভার। ব্লিডিং প্ল্যান-সহ ৭ দিনের মধ্যে সঙ্ঘের অফিস সংক্রান্ত একাধিক নথি তলব।
কোচবিহারে বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ। রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। আজ ঘটনাস্থলে বিজেপির ৭ সদস্যের প্রতিনিধি দল। আদালতে যাওয়ার প্রস্তুতি।
West Bengal News Live : উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে
মাঝেরহাটে বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তাঁরা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথা বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন। মেয়র বাড়িতে ঢোকার সময় ২ জন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর ভিড় সরে যায়।
WB News Live :মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন সিভি আনন্দ বোস
ব্যক্তি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন সিভি আনন্দ বোস
West Bengal News Live : পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল
আরও তীব্র হল রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। এবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন সি ভি আনন্দ বোস। এরপরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বাংলায় অর্থনৈতিক ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ তোলা হল। যুক্তরষ্ট্রীয় কাঠামোয় রাজ্য়পালের ভূমিকা নিয়ে দু'জনের মধ্য়ে কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বরানগর ও ভগবানোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ ঘিরে টানাপোড়েনের মাঝেই রাজ্য়পালের রাজ্য়ের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল।
WB News Live :রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য
রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য । চেন্নাই থেকে শাহাদত মডিউলের আরেক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার । 'রাজমিস্ত্রি সেজে ভিনরাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ'। মঙ্গলকোটের বাসিন্দাকে আনোয়ারকে গ্রেফতার করে দাবি রাজ্য এসটিএফের । ধৃত আনোয়ার, হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদত মডিউলের খোঁজ পাওয়ার পর কাঁকসা থেকে প্রথম হাবিবুল্লাকে গ্রেফতার। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লার আরেক সহযোগী গ্রেফতার । এখনও পর্যন্ত বেঙ্গল এসটিএফের হাতে শাহাদত মডিউলের ৩ জন গ্রেফতার ।
West Bengal News Live :বিজেপি করায় বিবস্ত্র করে মার? কোচবিহারের ঘটনায় তোলপাড়
বিজেপি করায় বিবস্ত্র করে মার? কোচবিহারের ঘটনায় তোলপাড়। সিবিআই তদন্তের দাবি বিজেপির, এসপি অফিসের সামনে বিক্ষোভ। পারিবারিক ঘটনা বলে আড়াল করার চেষ্টার অভিযোগে বিক্ষোভ। নির্যাতিতার সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ৭ সদস্য। পারিবারিক বিবাদের জেরে হামলা, ৭জন গ্রেফতার, দাবি পুলিশ সূত্রে । কোচবিহারে জাতীয় মহিলা কমিশনের সদস্য, কাল যাচ্ছেন মাথাভাঙা।