West Bengal News Live: জীবনবিমা, স্বাস্থ্যবিমা থেকে উঠে গেল GST, দাম কমতে পারে নিত্যপ্রয়োজনীয় ১৭৫টি দ্রব্যের
West Bengal News Live Update: জেলা থেকে শহর, সব খবর সবার আগে।
LIVE

Background
এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর -
১। বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা থাকতে পারবেন কাগজ না দেখিয়েই। থাকতে পারবেন পাকিস্তান থেকে আসা অমুসলিমরাও।
২। সওকত মোল্লার কনভয়ে পুলিশের পাইলট কারের ধাক্কায় মৃত্যু। রেজিস্ট্রেশন বাতিল, ফিটনেসের মেয়াদ ফুরনো গাড়ি কী করে বিধায়কের কনভয়ে? প্রশ্ন পরিবারের।
৩। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর তৎপর পুলিশ। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ। অন্য পাইলট কারগুলির অবস্থা জানতে তথ্য তলব লালবাজারের।
৪। মহাকরণের সামনে লেন ভাঙার আগে ২০০ মিটার দূরে ট্রাফিক আইন ভেঙেছিল সেনার ট্রাক। সিসি ক্যামেরায় মিলেছে প্রমাণ, খবর পুলিশ সূত্রে। আর কোথাও বিধিভঙ্গ? তদন্তে পুলিশ।
৫। এবিপি আনন্দ খোঁজ পেয়েছিল আগেই। এবার পুলিশের হাতে বিজেপি নেতা রাকেশ সিংহ। ভোররাতে ট্যাংরা থেকে গ্রেফতার। নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। তোলা হবে আদালতে।
৬। দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূল ঘনিষ্ঠ দাগিদের রমরমা। ধবলাটের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির নাম দাগি তালিকায়। কমলপুরে শাসক নেতার ছেলে-বউমাও দাগি লিস্টে।
৭। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটে নাম। আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার।
৮। আজ ও কাল দিল্লিতে GST কাউন্সিলের বৈঠক। খাবার, ওষুধ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, সিমেন্ট, গাড়িতে GST-র হার কমানোর প্রস্তাব। স্বাস্থ্য ও জীবন বিমাতেও GST শূন্য করার প্রস্তাব।
৯। দুর্ঘটনায় মৃত্যু, আসানসোলের সালানপুরে ধুন্ধুমার। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ, বিক্ষোভ। খারাপ রাস্তায় দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর এলাকা।
১০। কাটোয়ার স্কুলে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাঁচ গুণ বেশি পডুয়া দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ সহ-শিক্ষকদের। অস্বীকার প্রধান শিক্ষকের।
১১। ভারত একতরফাভাবে আমেরিকার উপর বিশ্বের সর্বোচ্চ শুল্ক চাপিয়েছে। ওরা বাণিজ্য করেছে, আমরা পারিনি। শুল্ক বজায়ের ইঙ্গিত দিয়ে আপিল আদালতের রায় চ্যালেঞ্জের ঘোষণা ট্রাম্পের।
১২। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। কালও বৃষ্টির পূর্বাভাস।
GST Update Live: দাম কমছে সাইকেল, অটোর যন্ত্রাংশ, ট্রাক্টরের যন্ত্রাংশের
দাম কমছে জীবনদায়ী ওষুধ, ছোট গাড়ি, সিমেন্ট, জৈব কীটনাশকের। দাম কমছে সাইকেল, অটোর যন্ত্রাংশ, ট্রাক্টরের যন্ত্রাংশের। দাম কমছে সেলাই মেশিন ও তার যন্ত্রাংশের। রান্নাঘরে ব্যবহৃত জিনিসের দাম কমছে। দাম কমছে জামাকাপড়ের। দাম কমছে ১৭৫টি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ।
West Bengal News Live: দাম বাড়ছে পানমশলা, সিগারেট, বিড়ি, মদ, বিলাসবহুল গাড়ির
রুটি-পরোটার উপর থেকেও GST প্রত্যাহার, দাম কমবে পিৎজা ব্রেডের। দাম বাড়ছে পানমশলা, সিগারেট, বিড়ি, মদ, বিলাসবহুল গাড়ির।






















