West Bengal News Live : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী
Madhyamik Result Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।
LIVE
Background
- আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট। চোখ রাখুন https://bengali.abplive.com/ এ।
- নিয়োগে দুর্নীতির মাসুল, প্রায় ২৬ হাজার বাতিল নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতি নিয়েও হলেন সরব। কুণাল বললেন, একুশের আগেই দল জানত, পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন। ব্যবস্থা নেয়নি। তাছাড়াও, নাম না করেই চাকরি-বিক্রির অভিযোগে দুষলেন চাকরি বেচে অন্যায় করে এখনও সেই ব্যক্তি বহাল মন্ত্রিসভায়। এছাড়াও বছরের পর বছর রাস্তায় বসে থাকা চাকরিপ্রার্থীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে কুণাল বললেন, চাকরি বিক্রির কথা জেনেও দল কোনও ব্যবস্থা নেয়নি, সমস্যা সমাধানের চেষ্টা করেনি।
- ফের ইভিএমে কারচুপির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পারলে কমিশনে যান, পাল্টা জবাব দিলেন বিজেপির শমীক ভট্টাচার্য।
- প্রখর তাপে পুড়ছে বাংলা, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের সতর্কতা। রবিবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।
West Bengal News : 'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা'
রাজভবন সূত্রে খবর, 'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা।রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অনুষ্ঠান বয়কট রাজভবনের। রাজভবনের কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুর পরিসরে প্রবেশ করতে পারবেন না চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচনের সময় রাজভবন চত্বরেও পুলিশের ঢোকাতে নিষেধাজ্ঞা।
WB News Live : রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। এদিকে আজই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগকারিণীর।
West Bengal News : শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। রবিবার থেকে অনেক জেলাতেই কমতে শুরু করবে তাপপ্রবাহ। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্য়ের সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারের পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
WB News Live : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের
'বাংলার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এটা ভয়ঙ্কর। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে মহিলাকে শ্লীলহানির অভিযোগ', এটা অত্যন্ত ভয়ঙ্কর, লজ্জার ঘটনা, আক্রমণে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
West Bengal News : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ এক মহিলার। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগকারিণী। রাজভবনেই কর্মরত ছিলেন অভিযোগকারিণী। অভিযোগ জানিয়েছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। আজই রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী।