West Bengal News Live: ৮ ঘণ্টা পার, এখনও দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর।
LIVE

Background
১। প্রধানমন্ত্রীর সফরের শেষ লগ্নে কনভয় বিতর্ক। বিমানবন্দরে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ছাড়। সুকান্তর কনভয়ে বাধা। স্বাধিকার ভঙ্গের নোটিসের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর।
২। কনভয় আটকানোয় স্বাধিকার ভঙ্গের নোটিস আনার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।
৩। কলকাতায় প্রধানমন্ত্রী। ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগদান। ছিলেন রাজনাথ, অজিত ডোভালও। কলকাতা থেকে বিহারে রওনা মোদির।
৪। পুরো ওয়াকফ আইন স্থগিত করার প্রয়োজন নেই। কয়েকটি ধারায় অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। সম্পত্তি দানের জন্য ৫ বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ।
৫। ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলাশাসক, মেটাবে ট্রাইবুন্যাল। নির্দেশ সুপ্রিম কোর্টের। বোর্ডে অমুসলিম সদস্য হতে পারলেও প্রধান হবেন মুসলিম সম্প্রদায়ের। নির্দেশ সর্বোচ্চ আদালতের।
৬। ইডির তলবে হাজিরা মিমি চক্রবর্তীর। দিল্লির ইডি দফতরে যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিমি। কীভাবে লেনদেন। জানতে জিজ্ঞাসাবাদ।
৭। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু। লালবাজারে গেলেন অনামিকা মণ্ডলের বাবা। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা। কী ঘটেছিল জানতে আজ ফের অনামিকার ৩ বনধুকে তলব পুলিশের।
৮। গুলশান কলোনিতে গুন্ডারাজ। ফের ফেসবুকে পোস্ট মূল অভিযুক্ত মিনি ফিরোজের। প্রায় প্রতিদিন সোশাল মিডিয়ায় সক্রিয়। তবু পুলিশের খাতায় ফেরার। খোঁজ চলছে, জানাল পুলিশ।
৯। দত্তপুকুরে হোটেলে তৃণমূলের দাদাগিরি, তাণ্ডব লুঠপাটের অভিযোগ। তৃণমূল নেতা-সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু। অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে তলব অভিযোগকারী ব্য়বসায়ীকে।
১০। খেজুরিতে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মামলা। মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের উল্লেখ। ব্যাখ্যা দিতে নির্দেশ বিচারপতির।
১১। ফের ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। বাংলা বলায় ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে সন্দেশখালির পরিযায়ী শ্রমিকদের মারধর, অভিযোগ পরিবারের। আহত শ্রমিক ভর্তি SSKM-এ।
১২। হুগলির খানাকুলে ২ বিজেপি কর্মীকে মারধর, ধারালো অস্ত্রের কোপ। আহতরা ভর্তি হাসপাতালে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিজেদের মধ্যে মারপিট। পাল্টা দাবি তৃণমূলের।
১৩। মুর্শিদাবাদের রানিনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। নজরানা গ্রামে বোমা ফেটে জখম এক দুষকৃতী। ৩ জনকে গ্রেফতার পুলিশের।
১৪। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। কাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পুজোর মুখে দুর্যোগে উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
১৫। রাজধানীতে বেপরোয়া BMW-এর ধাক্কায় মৃত্যু অর্থমন্ত্রকের উপসচিবের। উপসচিব নভজ্যোৎ সিংয়ের বাইকে ধাক্কা গাড়ির। আহত আমলার স্ত্রী। দুর্ঘটনা, নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ।
১৬। মুম্বইয়ে ফের মনোরেল বিভ্রাট। যান্ত্রিক ত্রুটিতে আটকে গেল ট্রেন। ঝুলন্ত কামরায় বেশ কিছুক্ষণ আটকে যাত্রীদের মধ্যে আতঙ্ক। দমকলের সাহায্যে উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক।
১৭। ভারত-পাক ম্যাচের পরও কেন্দ্রকে নিশানা মহুয়া মৈত্রের। সরকার চেয়েছে তাই আমরা ম্যাচ খেলেছি। হ্যান্ডশেক না করা হাস্যকর। আক্রমণ তৃণমূল সাংসদের।
১৮। এশিয়া কাপে দুরমুশ পাকিস্তান। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমাররা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে নালিশ পাক ক্রিকেট বোর্ডের।
Lake Kalibari Live: বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেজে উঠেছে লেক কালীবাড়ি
বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেজে উঠেছে লেক কালীবাড়ি। চলছে তারই প্রস্তুতি। মন্দির সংস্কারের জন্য বন্ধ রয়েছে সম্পূর্ণ
মন্দির পরিদর্শন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন সেই সুযোগ মিলবে। মন্দিরের নির্মাণকাজ নিয়ে মতামতও জানাতে পারবেন ভক্তেরা।
ED News Live: যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রায় ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ
বেটিং অ্যাপ মামলায় ইডির সমনে দিল্লিতে মিমি। যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রায় ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। কাল ঊর্বশী রাউতেলা-অঙ্কুশকে তলব।






















