WB News Live : ফের ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকদের একাংশ
আর জি করকাণ্ডের প্রতিবাদ, ফের ধর্মতলায় ধর্নায় বসতে চান ডাক্তাররা। ধর্নায় বসার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি।
LIVE
Background
আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক সিবিআই। এই দাবিতে ফের ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকদের একাংশ। ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে পাঠানো হয়েছে ইমেল। অনুমতি না মিললে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
ফের আর জি কর-কাণ্ডে আন্দোলনকারীদের আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, আন্দোলনের আড়ালে থ্রেট কালচার চলেছে। CBI-এর হাতে তৃণমূলের লোকজনই বেশি গ্রেফতার হয়েছে বলে সেটিং-তত্ত্ব ওড়ালেন কল্যাণ। ডাক্তারদের আন্দোলনকে বিপথগামী করে তোলার অভিযোগ তুললেন বাম-বিজেপির বিরুদ্ধে। পাল্টা তোগ দেগেছে বিরোধীরা।
স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতে ক্রমশ কড়া হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করলে সরকারি ডাক্তারদের এবার হলফনামা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বলা হয়েছে, হলফনামায় জানাতে হবে, তাঁরা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন না। এরপর কোনও বিচ্যূতি হলে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্যভবন। পাশাপাশি সূত্রের খবর, একজন চিকিৎসক সর্বাধিক কতগুলি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবেন, তারপরও নিয়ন্ত্রণ আনার কথা ভাবছে রাজ্য সরকার।
WB News Live : আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে এসএফআই
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে এসএফআই। সোদপুর থেকে শুরু মিছিল।
WB News Live : জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের, প্রতিবাদে মিছিল আইএসএফের
আর জি করকাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। ধর্ষণ-খুন মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। প্রতিবাদে মিছিল আইএসএফের। পার্ক সার্কাস থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল।
WB News Live : প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে
খোদ তৃণমূল কাউন্সিলরই তোলাবাজ? এমনই অভিযোগ উঠেছে বাগুইআটিতে। দাবি মতো তোলা না দেওয়ায় প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে।
WB News Live : তরুণীর শ্রীলতাহানির অভিযোগ, অ্যাপ বাইক চালককে গ্রেফতার করল পুলিশ
সল্টলেকের সুকান্তনগরে তরুণীর শ্রীলতাহানির অভিযোগ, অ্যাপ বাইক চালককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
গতকাল বিকেলে তরুণী অ্যাপ বাইকে চড়ে ধর্মতলার দিক থেকে আসেন। অভিযোগ, চলন্ত বাইকেই তরুণীকে কুপ্রস্তাব দেন ও শ্লীলতাহানি করেন অ্যাপ বাইক চালক। তরুণী বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই গ্রেফতার করা হয় অ্যাপ বাইক চালককে।
Bangladesh News Live : বাংলাদেশ থেকে ভারতে এসে বিস্ফোরক আইনজীবী রবীন্দ্র ঘোষ
কোনও অপরাধ করেননি সন্ন্যাসী, ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই বাংলাদেশে। বাংলাদেশ থেকে ভারতে এসে বিস্ফোরক মন্তব্য করলনে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ।