WB News Live : দীপু দাস খুনের প্রতিবাদ বিজেপির, হাওড়া সদর বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার
১৫ ফেব্রুয়ারির আগেই শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ। আগের ৩ দিন রাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য। নির্দেশ হাইকোর্টের।
LIVE

Background
সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবীর। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা।
সাড়ে তিন বছর আগে সামনে এসেছিল হাঁসখালির হাড় হিম করা ঘটনা। জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, তারপর নাবালিকার মৃত্য়ু এবং শেষে ডেথ সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি মৃতদেহ সৎকার। কীভাবে CBI-এর হাতে গেল তদন্তভার? কী ছিল CBI-এর চার্জশিটে? দেখে নেব।
দক্ষিণ ২৪ পরগনার নীলা গ্রামে, কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপারমিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, এই ঘটনায় আরও ৫ দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ডহারবারের SDO শুভ্রজিৎ গুপ্ত।
WB News Live : রাজারহাটের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ১
রাজারহাটের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, ধৃতের নাম সুভাষ মণ্ডল।
WB News Live : দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে পথদুর্ঘটনায় মৃত্য়ু হল এক বাস যাত্রীর
সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে পথদুর্ঘটনায় মৃত্য়ু হল এক বাস যাত্রীর। মৃতের নাম ওজিমন বেওয়া। গুরুতর জখম বাসের চালক সহ মোট ৯জন। পুলিশসূত্রে খবর, জুমাইনস্কর থেকে যাত্রী বোঝাই একটি বাস লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে জুমাইনস্করের দিকে আসছিল বালি ভর্তি একটি ট্রাক। স্থানীয়সূত্রে খবর, অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘাতের ট্রাকের চালক পলাতক। আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়।






















