West Bengal News Live : রাজ্যে ডেঙ্গির বলি ছাত্রী, দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
ভাতা-মামলায় হাইকোর্টে তুলোধনা রাজ্য। চিহ্নিত অযোগ্যদের সাহায্যের চেষ্টা।অনুমতি দেওয়া মানেই নীরবে দুর্নীতি-প্রতারণাকে সমর্থন, বললেন বিচারপতি।
LIVE

Background
OBC তালিকার পর, এবার গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের ভাতা-প্রকল্পে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর জন্য দায়ী সরকারই, বলছেন চাকরিহারারা। 'ভাতা দিয়ে চিহ্নিত অযোগ্য়দেরও সাহায্য় করতে চেয়েছে সরকার। অনুমতি দেওয়া মানে, নীরবে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতিকে সমর্থন করা', রায় বিচারপতি অমৃতা সিন্হার।
লগ কলেজে, মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভকারী ডাক্তারের বাড়ি যেতে গিয়ে, গ্রেফতার সুকান্ত মজুমদার। সুকান্তর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার ডাক্তার রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ও। নিয়ে যাওয়া হল লালবাজারে। গণতান্ত্রিক দেশে কেউ কারও বাড়িতে যাবে, তাতেও কেন পুলিশের হস্তক্ষেপ? উঠছে প্রশ্ন। গত ২৬ এপ্রিল SSC-র চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য় মাসিক ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ C-র জন্য মাসে ২৫ হাজার টাকা, এবং গ্রুপ D-র ক্ষেত্রে মাসিক ২০ হাজার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে গত ৯ জুন, রাজ্য সরকারের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, ২০ এবং ২৫ হাজার টাকার অঙ্কটা কীসের ভিত্তিতে নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? যাঁরা এই টাকা পাবেন, প্রতিদানে রাজ্য তাঁদের থেকে কী পাবে? তাঁরা ঘরে বসে থাকবেন, আর সাধারণ মানুষের টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এখনই কোনও টাকা দেবেন না।
শিক্ষাক্ষেত্রে গত কয়েক মাসে লাগাতার আদালতে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সর্বত্র এক ছবি। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুরু থেকে যেভাবে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য় সরকার, তা অব্য়াহত রইল! সর্বোচ্চ আদালতের ২৬ হাজার চাকরি বাতিলের রায়ের পরই চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মামলাতেও এদিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।
Birbhum News : বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, মৃত ২
বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, মৃত ২ । লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যু, আহত ১। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমা মেরে খুন, দাবি স্থানীয়দের । বোমা বাঁধতে গিয়ে মৃত্যু, পুলিশ সূত্রে দাবি
WB News Live : দিলীপের নিশানায় কি শুভেন্দু অধিকারী?
ফের বিস্ফোরক দিলীপ ঘোষ । 'যাঁরা তৃণমূল থেকে এসেছেন, তাঁরাই হিংসা, দুর্নীতির রাজনীতি করছেন। তৃণমূল থেকে আসা নেতারা বিজেপির উদার রাজনীতি হজম করতে পারছেন না'। নাম না করলেও দিলীপের নিশানায় কি শুভেন্দু অধিকারী? প্রশ্ন রাজনৈতিক মহলে






















