West Bengal News Live Blog : ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি
WB News Live : সব খবর সবার আগে, দেখে নিন এক ক্লিকে
LIVE

Background
পিছিয়ে গেল DA মামলার শুনানি । আগামীকাল হবে এই শুনানি । পূর্ণাঙ্গ শুনানির পক্ষেই মত সুপ্রিম কোর্টের। মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত। 'হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি'। সেটা করতে সময় প্রয়োজন, সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে, জানাল আদালত।
বাংলা ভাষা এখন এসে পড়েছে রাজনীতির আঙিনায়। তৃণমূল বিজেপির মধ্যে কার্যত দড়ি টানাটানি চলছে। বাংলা বলার অভিযোগে, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা, সাধারণ মানুষদের হয়রানির কথা বারে বারেই তুলে ধরছে তৃণমূল। বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগে, সরব হয়েছে তৃণমূল সরকার। পাল্টা উত্তর দিচ্ছে বিজেপিও। আরও এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য একটি অনুষ্ঠানে এসে, বাংলা ভাষা তরজা নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, 'ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।'
আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা। পিচ উঠে যাওয়া রাস্তা খানা-খন্দে ভরা। বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার এটাই বিকল্প রাস্তা। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর ধরে রাস্তা বেহাল, প্রশাসনের কোনও হেলদোল নেই। বিজেপির অভিযোগ, কাটমানি দেওয়ার ভয়ে টেন্ডারে অংশ নিতে চাইছেন না ঠিকাদাররা। তৃণমূল পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগের টেন্ডারে একজন ঠিকাদার অংশ নেওয়ায় নতুন করে টেন্ডার ডাকা হয়েছে।
অবশেষে খোঁজ মিলল মুম্বইয়ে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের। পরিবারের দাবি, বাড়ির লোকজনের সঙ্গে ফোনে কথা হয়েছে বাবাই সর্দারের। পরিবারের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে বাবাইকে নাগপুরে এক ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে মহারাষ্ট্র পুলিশ। তাঁর যাবতীয় নথি যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
এবার কলকাতায় কলেরার সংক্রমণ । কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশু । ২ অগাস্ট থেকে বেহালা পর্ণশ্রীর শিশুকন্যা ভর্তি পিয়ারলেস হাসপাতালে । নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়েছে । আপাতত স্থিতিশীল রয়েছে শিশু, জানিয়েছেন চিকিৎসকরা। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণেই কলেরা হয়।
WB News Live Update: ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি
ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি। 'বিক্ষোভের দিন জেলা পরিষদের অফিস খোলা থাকলে তোমাদের বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম', হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। তিলপাড়া বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ও রবিবার বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারেজ সংস্কারের দাবিতে বীরভূমে জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেন বিজেপির নেতা-কর্মীরা। 'বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় এসে কাজল শেখের বুকের হাড় ভেঙে দিয়ে গেছেন'। 'আগে নিজের ঘর সামলান, পরে বিজেপির হাড় ভাঙবেন'। 'এখন কেষ্ট মণ্ডল এসেছেন, কাজল শেখের পাঁজরার হাড় ভেঙে গেছে', পাল্টা আক্রমণ বিজেপির।
West Bengal News Live Update: কোন্নগরে তৃণমূল নেতা খুনে নাটকীয় মোড়, অভিযুক্তের মুখে আরেক নেতা
কোন্নগরে তৃণমূল নেতা খুনে নাটকীয় মোড়, অভিযুক্তের মুখে আরেক নেতা । নিহত নেতার সঙ্গে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে জমির হাঙর বলে অভিযোগ ধৃতের। অভিযোগ উড়িয়ে পাল্টা চক্রান্তের তত্ত্বে সিবিআই চান খোদ তৃণমূল নেতা।






















