West Bengal News Live Updates: আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের পর এবার ৩ সংস্থার নামে সিবিআইয়ের এফআইআর
WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর পান এক ক্লিকে।
LIVE
Background
চিকিৎককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলবে। জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
"পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা দুষ্ট চক্র চালাচ্ছে," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে এই অভিযোগেই করলেন সুকান্ত মজুমদার।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু।
রাজ্যে বায়োমেডিক্যাল বর্জ্র নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, অভিযোগ বঙ্গ বিজেপির।
RG কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে পড়ুয়াদের সামিল করায় হাওড়ার তিনটি স্কুলকে নোটিস শিক্ষা দফতরের।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের অবস্থা যেন ধনঞ্জয়ের মতো না হয়। রবিবার এই মন্তব্যই করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
RG কর মামলার তদন্তে রবিবার সকাল থেকে কলকাতা ও হাওড়া সহ ১৫টি জায়গায় চলছে সিবিআইয়ের তল্লাশি।
আরজি কর কাণ্ডের তদন্তে একসঙ্গে চার জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা।
সিবিআই ডাকার ১ ঘণ্টা ১৫ মিনিট পর বাড়ির দরজা খুললেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীর ঘোষ।
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম
ঠিক কী হয়েছিল ৯ অগাস্ট? আর জি কর-কাণ্ডে ৭জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু। সম্ভবত আজ সঞ্জয়ের টেস্ট। বাজেয়াপ্ত বাইক সিবিআইকে দিল পুলিশ। পলিগ্রাফে মিলবে সূত্র?
West Bengal Live Updates: 'প্রচণ্ড খারাপ জিনিস ঘটেছে, এ বিষয়ে আমাদের খুবই চিন্তার কারণ আছে', সরব অমর্ত্য
আর জি কর-কাণ্ডে (RG Kar Incident) সরব অমর্ত্য সেন (Amartya Sen)। 'যা ঘটেছে, তা অত্যন্ত খারাপ, পৈশাচিক। এটা চিন্তার কারণ।' মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। পাশাপাশি, উদ্বেগ প্রকাশ করে তাঁর মন্তব্য, 'এটা শুধু আর জি করের সমস্যা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই একই সমস্যা। লোকে যে, এই বিষয়টি নিয়ে চিন্তিত, সেটাকে ভাল জিনিসই বলব।'
এদিকে, এই প্রেক্ষাপটেই, ওঁর বিবৃতি বলে যা ছড়িয়েছে, সেটি তাঁর নয় বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
West Bengal Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ এবার বঙ্গরত্ন সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে
আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ এবার বঙ্গরত্ন সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে
২০১৯ সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক
'পুলিশ ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিন্দনীয়'
'বিষয়টিকে অন্য়দিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল'
দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও সরব সাহিত্যিক
West Bengal Live Updates: আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের পর এবার ৩ সংস্থার নামে সিবিআইয়ের এফআইআর
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের পর এবার ৩ সংস্থার নামে সিবিআইয়ের এফআইআর
হাওড়ার মা তারা ট্রেডার্স, বেলগাছিয়ার এশান ক্যাফে, খামা লৌহার নামেও এফআইআর সিবিআইয়ের
আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এই তিন সংস্থার নামে অভিযোগ করেছিলেন
West Bengal Live: আর জি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা CBI-র
আর জি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে রবিবার সকালে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দিল CBI. আরজি করের মধ্যে কফি স্টল রয়েছে চন্দন লৌহের। টালায় তাঁর ফ্ল্য়াটের নীচেই রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জন সংযোগ কার্যালয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের সঙ্গে চন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অতীন ঘোষের।
West Bengal Live Updates: প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা
পরপর ৯দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর আজ বেলেঘাটার বাড়ি গিয়ে আর জি কর মে়ডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।