West Bengal News LIVE Updates: 'প্রধান বিচারপতির কাছে যান', RG Kar-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...

Background
আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে', এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব', তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, চিকিৎসকের পরিবারকে জানালেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা
WB News LIVE Updates: অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি?
অঙ্গনওয়াড়িকেন্দ্রের খাবারে টিকটিকি? এমনই অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শিশুদের খাবারে মিলেছে দেওয়া হয়েছিল, আর সেই খাবারে পাওয়া গেছে টিকটিকির মতো আকৃতির একটি হাড়, সেটি অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে দেখাতে এলে সেটি তুলে ফেলে দেয় দিদি মনি, তবে কিছুটা অবশিষ্ট হাড় খাবারেতেই রয়ে যায়, তারপরেই শুরু হয় তুমুল গন্ডগোল শিশুদের পরিবারের লোক বিক্ষোভ দেখাতে থাকে দিদিমণিদেরকে ঘিরে, ঘটনাস্থলে উপস্থিত হই দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে শিশুদেরকে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
West Bengal News LIVE Updates: নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি
নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি। ২২ ডিসেম্বর রাতে চলন্ত বাইক থেকে চলে গুলি। বাইকচালকের পকেটে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। গুলি ছিটকে লাগে বাইক আরোহীর পায়ে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর অভিযোগে বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখছে শিবদাসপুর থানার পুলিশ






















