West Bengal News : গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ
West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
কলকাতা : প্রধানমন্ত্রী ( PM Modi ) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) বিরুদ্ধে কমিশনে গেল বিজেপি। গতকাল কোচবিহারের সভায় মমতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এর জেরেই মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।
অন্যদিকে, রাজ্য-রাজভবন ( Nabanna Vs C V Ananda Bose ) সংঘাতে বেনজির মোড়। মন্ত্রিসভা থেকে ব্রাত্যকে সরানোর সুপারিশ রাজ্যপালের। সরকারি ক্যাম্পাসে ভোটের প্রচার করে বিধিভঙ্গের অভিযোগ। রাজ্যপালের সুপারিশকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষামন্ত্রী। বিধিভঙ্গের অভিযোগ থাকলে কমিশনে না জানিয়ে কেন রাজ্যের কাছে সুপারিশ? সাংবিধানিক পদের অপব্যবহারের অভিযোগ ব্রাত্যর। শিক্ষামন্ত্রীর অপসারণের সুপারিশ-বিতর্কের মধ্যেই পাল্টা বোসকে বার্তা রাজ্যের। বোঝানো হল রাজ্যপালের এক্তিয়ার। উচ্চশিক্ষাকে ধ্বংস, পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ারও অভিযোগ। এরপরই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় রাজভবন। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে তদন্ত করার নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের।
WB News Live :এজলাসে ঢুকে আইনজীবীদের 'তাণ্ডব', কোর্টেই অসুস্থ বিচারক!
এজলাসে ঢুকে আইনজীবীদের 'তাণ্ডব', কোর্টেই অসুস্থ বিচারক! 'কর্মবিরতি না মেনে বিচারপ্রক্রিয়া চালানোয় এজলাসে ঢুকে হুমকি', আইনজীবীদের হুমকির মুখে এজলাসেই অসুস্থ মহিলা বিচারক!
WB News Live Update:গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ
গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই পাথুরিয়াঘাটায় ভাঙল পুরনো বাড়ির একাংশ। পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিপজ্জনক বাড়িতে ভাঙল সিঁড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়েন ২জন। পরে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
WB News Live :গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করতে বলল রাজভবন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রজত কিশোর দে-র অফিস সিল করার নির্দেশ
WB News Live Update:রাজ্য-রাজ্যপাল নাটকীয় সংঘাত, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ!
রাজ্য-রাজ্যপাল নাটকীয় সংঘাত, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ! অপসারণ-সুপারিশের পর এবার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগের তদন্তে কমিশন গঠন করল রাজভবন!
WB News Live :বিজেপির কলকাতা দক্ষিণের প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা
বিজেপির কলকাতা দক্ষিণের প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা। দেশপ্রিয় পার্কের কাছে পুজো দিয়ে রাজা বসন্ত রায় রোড দিয়ে প্রচারের সময় পুলিশের বাধা। এরকমভাবে মিছিল করার অনুমতি নেই বলে জানায় পুলিশ। প্রচার নয়, পার্টি অফিসে যাচ্ছি বলে দাবি দেবশ্রী চৌধুরীর।