West Bengal News Live Updates: লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
ভোটের এপিসেন্টার সেই সন্দেশখালি। মোদির আক্রমণের জবাব মমতার।
গুন্ডা বলে নিশীথকে আক্রমণে মমতা। পার্থ-বালু-মানিকের নাম তুলে পাল্টা আক্রমণে শুভেন্দু।
দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি কর্মী খুন। লোকসভা ভোটের আগে এনআইএ-তদন্তের নির্দেশ হাইকোর্টের। সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের গড়িমশিতে ক্ষোভপ্রকাশ আদালতের।
কার বাড়িতে অভিযান? এনআইএ-র এসপির সঙ্গে আসানসোলের বিজেপি নেতার বৈঠকের অভিযোগ মমতার। প্রমাণ থাকার দাবি। ভয় পেয়ে ফন্দি, পাল্টা জিতেন্দ্র।
আইএসএফের সঙ্গে জোট অতীত। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বামেরাও। লড়াইয়ে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান।
বসিরহাটে তৃণমূলের হাজি নুরুল, বিজেপির রেখার বিরুদ্ধে সিপিএম প্রার্থী নিরাপদই প্রার্থী। ব্যারাকপুরে দেবদূত। ঘাটাল, বারাসতে শরিকদলের প্রার্থী।
তৃণমূলের সঙ্গে সেটিং করেই অভিষেকের বিরুদ্ধে রণেভঙ্গ নৌশাদের। বিস্ফোরক অভিযোগ শঙ্কুর। নারদে ছিল, মাথায় টাকাই ঘুরছে, পাল্টা কুণাল।
ভোটের আগে বেনজির সংঘাত। এবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগের তদন্তে এক সদস্যের কমিশন।
শিক্ষামন্ত্রী নিয়ে সংঘাতের মধ্যেই রাজ্যপালকে রাজ্যের পত্রাঘাত। এক্তিয়ার মনে করিয়ে ৯ পাতার কড়া চিঠি। এত ভাব কোথায় গেল? কটাক্ষ দিলীপের।
অপসারণ-সুপারিশের পর তদন্তের নির্দেশ। বোসকে গুরুত্ব দিতে নারাজ ব্রাত্য। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টার পাল্টা অভিযোগ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে আরও কড়া রাজ্যপাল। অফিস সিল করার নির্দেশ রাজভবনের। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানালেন রেজিস্ট্রার।
প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি। মুখ্যমন্ত্রী কুরুচিকর আক্রমণ, বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা নালিশ তৃণমূলের।
ময়দানের তিন প্রধানের ইতিহাস এবার একাদশ শ্রেণির 'স্বাস্থ্য ও শরীর শিক্ষা' বিষয়ের পাঠ্যক্রমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তে খুশি ক্লাবকর্তারা।
WB News Live: লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ হুগলির বিজেপি প্রার্থীর। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
West Bengal News Live: আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা
আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারের ড্রাফটের কাজ প্রায় সমপূর্ণ বলে জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল নেতা অমিত মিত্র। আজ ইস্তেহার সম্পর্কিত চতুর্থ বৈঠক ছিল তৃণমূল ভবনে। সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা ও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তেহার থাকবে বলে জানিয়েছেন তিনি। আর্থিক বৈষম্য, বেকারত্ব, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব, মানুষের বাক স্বাধীনতা খর্বের মতো বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে।
WB News Live: ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত
ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত। ১০ এপ্রিল পর্যন্ত তৃণমূল নেতা মনোব্রত জানা, বলাইচরণ মাইতির এনআইএ হেফাজত। 'ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের'। 'এনআই-র ওপর হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা'।
ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন ৪ জন, দাবি এনআইএ-র। 'বিস্ফোরণ মামলায় হাজিরা এড়ানোয় সার্চ ওয়ারেন্ট নিয়ে ভূপতিনগরে'। 'ভূপতিনগরে যেতেই হামলা, গাড়ি ভাঙচুর, আহত এক আধিকারিক'। 'বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের, হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা'। আদালতে শুনানি চলাকালীন দাবি এনআইএ-র। ভোটের আগেই কেন বারবার তলব, আদালতে প্রশ্ন অভিযুক্তদের আইনজীবীর। বলাইচরণ মাইতির বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধার, দাবি এনআইএ-র।
West Bengal News Live: এনআইএ-র ওপর হামলা, ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
এনআইএ-র ওপর হামলা, ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। 'ভূপতিনগরে ঠিক কী ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত কী ব্যবস্থা?' 'পুলিশ-প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?' জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভূপতিনগর থানায় ফোন ।
WB News Live: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের
ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় পদক্ষেপ নির্বাচন কমিশনের। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব।ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা। দুই তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভ। ভাঙচুর করা হল এনআইএ-র গাড়ি, মাথা ফাটল আধিকারিকের