Bangladesh News: বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননায় কড়া জবাব চিকিৎসকের, 'তিরঙ্গাকে সন্মান না জানালে রোগী দেখবেন না..' !
Doctor National Flag Hoist In His Chamber On Insulting In Bangladesh: বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা ! কড়া জবাব শিলিগুড়ির চিকিৎসকের, চেম্বারে লাগালেন তিরঙ্গা
মলয় চক্রবর্তী, দার্জিলিং: প্রেসক্রিপশনে জাস্টিস ফর আরজিকর লিখে একসময় প্রতিবাদ জানিয়েছিলেন জেলার কিছু চিকিৎসক। আর এবার বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার তীব্র প্রতিবাদ জানালেন শিলিগুড়ির ENT চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। একেবারেই নিজের মতোন করে। নিজের চেম্বারে লাগালেন তিরঙ্গা।
মূলত এই মুহূর্তে সংখ্যা লঘুদের উপর ভয়াবহ অত্যাচারে অশান্ত বাংলাদেশ। সেই আবহেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি। ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে। আর তা মাড়িয়ে যাচ্ছে লোকজন। অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। সমালোচনা বিভিন্ন মহল থেকে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিজের চেম্বারে জাতীয় পতাকা লাগালেন শিলিগুড়ির ENT চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তার কাছে রোগী দেখাতে এলে, 'তিরঙ্গাকে সন্মান জানাতেই হবে। না হলে তিনি রোগী দেখবেন না।'
সম্প্রতি এই বিষয় নিয়ে নৌশাদ সিদ্দিকি বলেছিলেন, এটা কোনওভাবেই কাঙ্খিত নয়। কারণ শুধু বাংলাদেশে অস্থিরতা হলে, পশ্চিমবঙ্গ তথা ভারতেও অস্থিরতা হবে। এটা আমরা চাই না। বাংলাদেশ-ভারত ভাতৃত্ব মৈত্রের দেশ। আমরা সেভাবেই থাকতে চাই।সুতরাং ওই যে পতাকাকে পায়ের নীচে রেখে, কচুলাচ্ছে ! এটাকে আমরা মেনে নিতে পারি না। এরপর বাংলাদেশের হাইকমিশনের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাঁকিয়ে বলেছিলেন, কারণ আমাদের দেশে, বাংলাদেশের পতাকাকে, দেখুন না কত সুন্দরভাবে উড়তে দিয়েছি। কেউ তো আমরা হাইকমিশনের পতাকা নিয়ে কোনও প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা যেমন আমাদের কাছে, যেমন গৌরবের, আবেগের, তো বাংলাদেশের পতাকাও তাঁদের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ অবমাননা করবে এটাও মেনে নিতে পারি না।'
আরও পড়ুন, রোগী কল্যাণ সমিতিতে বড় রদবদল, ছেঁটে ফেলা হল সুদীপ্ত-শান্তনুকে !
শুরুটা হয়েছিল সন্ন্য়াসী দিয়ে। তারপর সাংবাদিক, পর্যটক থেকে সাধারণ মানুষ। হিন্দু হলেই হামলা নেমে আসছে বাংলাদেশে। অভিযোগ, পুলিশের কাছে গিয়েও লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি আছে চট্টগ্রামের আদালতে।সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে।তারপরও,নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে। এই নিয়ে চিন্ময়কৃষ্ণ দাস-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসের সচিবও।এমনকী ভারতে আসার পথে সীমান্তে আটকে দেওয়া হয়েছে ইসকনের ভক্তদেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।