WB News Live: রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীত, কলকাতায় ১০ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা
News Live Updates: রাজ্য, জেলা, শহরের একাধিক গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক এখন আপনার হাতের নাগালেই---
LIVE

Background
ইংরেজি বছরের শেষ দিনে অমিত শাহ রাজ্যে এসে বলে গেছেন, বাংলা বছরের শুরুর আগেই পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হবে। আর তারপরেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি ভোট এগিয়ে আসছে? আগেরবারের মতো আর ৭-৮ দফায় ভোট হবে না? সেক্ষেত্রে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে? এসব প্রশ্নেই শুরু হয়েছে জল্পনা। এর মাঝেই দিলীপ ঘোষ বলেছেন, দরকার হলে এবার বুথের ভিতরেও থাকবে সেন্ট্রাল ফোর্স। উত্তর দিয়েছে তৃণমূলও।
১। বীরভূম যাওয়ার আগে অভিষেকের কপ্টার নিয়ে তোলপাড়। ডিজিসিএ-র অনুমতি না মেলার অভিযোগ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে আনানো হল কপ্টার।
বিতর্কে হেমন্তের কপ্টারে
২। কপ্টার-বিতর্কে বিজেপির হাত দেখছেন অভিষেক। রোখা যাবে না বলে চ্যালেঞ্জ ।
নতুন কপ্টার, তাই অনুমতি দেয়নি ডিজিসিএ, সবার আগে সুরক্ষা, পাল্টা সুকান্ত।
'চক্রান্ত' বনাম 'সুরক্ষা'
৩। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরি করছে কমিশন। এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন। বুঝতে পেরেছেন, সময় খারাপ, কটাক্ষ দিলীপের।
মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন
৪। দঃ ২৪ পরগনার পরে বীরভূম। ফের কার্যত বিরোধী শূন্য করার ডাক অভিষেকের। বেঁধে দিলেন জেতার টার্গেট। (কেষ্টটা বলেছে...আড়াইশোর বেশি করতে হবে)
অভিষেকের টার্গেট-২৫০
৫। ধরা পড়েছে চোর, ১৪ ফেব্রুয়ারির পরে বলতে হবে, ভোটে লড়ব না। এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণে শুভেন্দু। (বাইট-৫৮ লাখ বাদ...বাকিটা ১৫ ফেব্রুয়ারি)
'১৪ ফেব্রুয়ারি সব বুঝবে'
৫এ। কামব্যাকের পরে রাণাঘাটে শমীকের সভায় দিলীপ ঘোষ। জল্পনা বাড়িয়ে আনলেন শুভেন্দুর নন্দীগ্রাম-জয়ের প্রসঙ্গ। (বাইট-দিদিকে কানমুলে পাঠিয়ে দিয়েছে)
দিলীপের মুখে 'নন্দীগ্রাম'
৬। ১৮ বছর আগে টাটার বিদায়, ১৮ জানুয়ারিতেই সিঙ্গুরেই আসছেন প্রধানমন্ত্রী।
রাজ্যের শিল্প ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে অমিত শাহের সঙ্গে, জানালেন শমীক।
সিঙ্গুর আসছেন প্রধানমন্ত্রী
৬এ। ৩দিন পার, জলপাইগুড়ির রাজগঞ্জে টাটা মোটরসের শোরুমে হামলায় এখনও অভিযুক্তরা অধরা! ভয়ে আসছেন না অনেক কর্মী, দাবি কর্ণধারের।
এখনও অধরা অভিযুক্তরা!
৬বি। এসআইআর নিয়ে শুনানিতে হাজিরার জন্য নোটিস। মুখ খুললেন দেব। (বাইট...)
মুখ খুললেন দেব
৭। (বাইট-শুনলাম, অমর্ত্য সেনকেও নাকি নোটিস পাঠিয়েছে) এসআইআরের নাে নোবেলজয়ীকে হেনস্থার অভিযোগ অভিষেকের। (বাইট--শুভেন্দু....সহযোগিতা করাই উচিত)
নোবেলজয়ীকে শুনানি-নোটিস
৮। এসআইআর শুনানিতে অর্মত্য সেনকে ডাক। নামের ভুল কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে নোটিস। বাড়িতে যাবেন বিএলও, জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কমিশনের অমর্ত্য-ব্যাখ্যা
৮এ। এসআইআর নিয়ে শুনানির মধ্যেই ফের সিইওদের সঙ্গে বৈঠকে বসছেন জ্ঞানেশ কুমার। ৩৫ হাজার রাজ্য পুলিশ দেওয়া সম্ভব, জানালেন নোডাল অফিসার।
ফের বৈঠকে কমিশন
৮বি। খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষের নাম বাদ, উত্তরপ্রদেশে প্রায় ৩ কোটি! শুধু স্থানান্তরিত, কিংবা নিখোঁজই ২ কোটির বেশি। মৃত ভোটার ৪৬ লক্ষ।
উত্তরপ্রদেশে 'বাদের' পাহাড়!
৯। এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে নৈহাটির অবসরপ্রাপ্ত রেলকর্মীর মৃত্যু।
কমিশন-বিজেপিই দায়ী, অভিযোগ তৃণমূলের। মৃত্যু নিয়েও রাজনীতি, পাল্টা বিজেপি।
SIR-শুনানিতে মৃত্যু
৯এ। চা বাগানের শ্রমিকদের এমপ্লয়ি রেকর্ডই বিবেচ্য হোক এসআইআরের পরিচয়পত্র হিসেবে। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে আবেদন শুভেন্দুর।
জ্ঞানেশ কুমারকে চিঠি
১০। ব্রিগেডে চিকেন প্যাটিসকাণ্ডের মধ্যেই বিরিয়ানি নিয়ে বিজেপি নেতার ফরমান।(অ্যাম...হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি, হিন্দুদের দোকান থেকে মাংস। ধর্মের বাইরে ব্যবসা নয়)
'হিন্দুর কাছে বিরিয়ানি খান'
১০এ। বাংলাদেশি সন্দেহে ভারত থেকে পুশব্যাক। দেশে ফিরে পুত্রসন্তানের জন্ম দিলেন সুনালি বিবি। রামপুরহাট হাসপাতালে দেখে এলেন অভিষেক। নাম দিলেন আপন।
নাম দিলেন অভিষেক
১১। নামখানায় বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া কর্মীর বাড়ি যেতেই বিক্ষোভের মুখে খোদ মন্ত্রী। গাড়ি ছেড়ে এলাকা ছাড়তে হল বাইকে। (অ্যাম...)
ক্ষোভের মুখে মন্ত্রী!
১২। রাজ্যের পরবর্তী DGP কে? নিয়োগ নিয়ে নজিরবিহীন জটিলতা।
প্যানেল ফেরাল UPSC। অস্থায়ীভাবে DGP-র দায়িত্বে রাজীব কুমার, ৩১ জানুয়ারি অবসর।
DGP নিয়োগে জটিলতা
১২এ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, মনোজ মালব্যর অবসরের ৩ মাস আগেই তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের। তালিকা ফিরিযে সর্বোচ্চ আদালতে যাওয়ার পরামর্শ UPSC-র।
'সুপ্রিম কোর্টে যাক রাজ্য'
১২বি। সন্দেশখালিতে তৃণমূলকর্মী ছিনিয়ে পুলিশের উপরেই হামলা, অবশেষে গ্রেফতার মুসা। ন্যাজাট থেকেই পাকড়াও। আগেই জালে ভাই, ২ ভাইপো।
অবশেষে জালে মুসা
১২সি। শিলিগুড়িতে সেন্ট্রাল ব্যাঙ্কে হঠাৎ গুলি, এক শিশু-সহ ৫জন আহত। নিরাপত্তারক্ষীর রাইফেল থেকে দুর্ঘটনা বশত গুলি বেরিয়ে যাওয়ার দাবি ব্যাঙ্ক কর্মীদের।
ব্যাঙ্কে হঠাৎ গুলি!
১৩। ইউনূস সরকারের আশ্বাসই সার, নৈরাজ্যের বাংলাদেশে ফের টার্গেট হিন্দু! নরসিংদিতে মণি চক্রবর্তীকে কুপিয়ে খুন। ঝিনাইদহে ধর্ষণের অভিযোগ।
বাংলাদেশে টার্গেট হিন্দু!
১৩এ। চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার কোর্টে পেশ। ক্যারাকাসে মাদুরোর বাসভবনের সামনে চলল গুলি। ঘুরছে ড্রোন।
বন্দি প্রেসিডেন্ট, সন্ত্রস্ত ভেনেজুয়েলা
১৩বি। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে। আঠেরোর ঘরেই সর্বোচ্চ তাপমাত্রা। জেলাতেও জাঁকিয়ে শীত।
কাঁপছে কলকাতা
-----------
সত্যিই SIR বদলে দিতে পারে রাজ্য-রাজনীতির ছবি?
খসড়া তালিকায় কোন-কোন কেন্দ্রে বাদ গেছে জয়ের ব্যবধানের থেকেও বেশি নাম?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
নাম বাদের তালিকা পাল্টে দিতে পারে হেভিওয়েট কেন্দ্রের জয়-পরাজয়ের ছবি?
এগিয়ে আসতে পারে বিধানসভা ভোট? কমবে দফার সংখ্যা? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
'কমিশনের অ্যাপ তৈরি করেছে বিজেপির IT সেল,' আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'দিদি বুঝতে পেরেছেন, সময় খারাপ,' খোঁচা দিলীপ ঘোষের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
বীরভূম সফরে নিজের কপ্টার পেলেন না অভিষেক, বিজেপির চক্রান্তের অভিযোগ
'DGCA-র বিরুদ্ধে মামলা করুন,' চ্যালেঞ্জ শুভেন্দুর। এমাসেই সিঙ্গুরে প্রধানমন্ত্রী?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
WB News Live: অমর্ত্য সেনকে SIR-শুনানির নোটিস, শান্তিনিকেতনের বাড়িতে BLO
অমর্ত্য সেনকে SIR-শুনানির নোটিস, শান্তিনিকেতনের বাড়িতে BLO
'বিদেশে রয়েছেন অমর্ত্য সেন, ১৬ জানুয়ারি বাড়িতে থাকতে হবে'
১৬ জানুয়ারি ফের তাঁর শান্তিনিকেতনের বাড়িতে যাবে BLO
নোবেলজয়ী অর্থনীতিবিদকেও SIR-শুনানির নোটিস
'নামের ভুল কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে নোটিস'
নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে যাবেন BLO, গতকালই জানায় কমিশন
News Live: নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু নিধন
নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু নিধন
নওগাঁর মহাদেবপুরে হিন্দু যুবকের মৃত্যু
হিন্দু যুবক মিঠুন সরকারকে তাড়া অভিযুক্তদের
তাড়া খেয়ে জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু মিঠুন সরকারের, দাবি পরিবারের
চোর অপবাদে হিন্দু যুবককে তাড়া অভিযুক্তদের, দাবি পরিবারের
বাংলাদেশে ১৯ দিনে ৭ জন হিন্দুর মৃত্যু






















