West Bengal News Live Updates: মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
পাখির চোখ '২৬। আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক। অনলাইনে বৈঠকে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে কাউন্সিলর, জেলা সভাপতিরা। থাকবেন সাড়ে ৪ হাজার জন প্রতিনিধি।
অমিত শাহের বঙ্গ সফরের আগেই কি নতুন রাজ্য সভাপতি পাচ্ছে বঙ্গ বিজেপি? ২৫ জন নতুন জেলা সভাপতির নাম ঘোষণায় জল্পনা। রাজ্য সভাপতি নির্বাচিত হতে প্রয়োজন ২৩ জনের ভোট।
তৃণমূলকে নিয়ে কিছু বলিনি, শৃঙ্খলাভঙ্গের প্রশ্নই নেই। বিজেপি আক্রমণ করলে চ্যালেঞ্জ করবই। দলের ১ পাতার শো কজে, ২ পাতার জবাব দিয়ে হুঙ্কার হুমায়ুনের।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন! বচসা পরিচারক-গাড়িচালকের মধ্যে। গাড়িচালকের ছুরির আঘাতে নিহত পরিচারক।
ব্যাগ থেকে ৫ হাজার টাকা খোয়া যাওয়ায় এর আগেই দুজনকে বকাবকি করেছিলেন পি কে-র মেয়ে। সেই নিয়ে বচসার জেরে পরপর ছুরির কোপ। অভিযুক্ত গাড়িচালক গ্রেফতার।
খড়দায় টিএমসিপি কর্মী খুনের হাড়হিম করা ফুটেজ প্রকাশ্যে। তাড়া করে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ। পুলিশের কাছে দায়ের করা পুরনো অভিযোগ না তোলায় হামলা, দাবি কাউন্সিলরের।
নদিয়ার ধুবুলিয়ায় মর্মান্তিক-নৃশংস ঘটনা। স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহের জেরে বচসা। চার বছরের শিশুকে আছাড় মেরে খুন করল বাবা। নদী থেকে দেহ উদ্ধার। গ্রেফতার অভিযুক্ত।
কসবায় ভিনরাজ্যের যুবকের রহস্যমৃত্যু। শপিং মলের পিছনে জলাশয় থেকে দেহ উদ্ধার। বিহার থেকে বেড়াতে এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। মৃত্যুর তদন্তে পুলিশ।
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার হাওয়া বদল, হতে পারে বৃষ্টি।
West Bengal News Live: বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান বিকাশ
বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল ইন্দলের। কিন্তু শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান INTTUC নেতা । পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
WB News Live: খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ
খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ। পুরনো বিবাদের জেরেই খুন বলে জানিয়েছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর। সবার চোখের সামনে তাড়া করে কীভাবে এমন ঘটনা ঘটল? কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে।






















