West Bengal News Live Updates: মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
West Bengal News Live: বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান বিকাশ
বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল ইন্দলের। কিন্তু শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান INTTUC নেতা । পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
WB News Live: খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ
খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ। পুরনো বিবাদের জেরেই খুন বলে জানিয়েছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর। সবার চোখের সামনে তাড়া করে কীভাবে এমন ঘটনা ঘটল? কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে।
West Bengal News Live: ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে বাঘের মৃত্যু
ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে বাঘের মৃত্যু। ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে ৩টি বাঘের মধ্যে একটি বাঘের মৃত্যু। বার্ধক্যজনিত কারণেই বাঘের মৃত্যু, খবর বন দফতর সূত্রে।
WB News Live: পাসপোর্ট জালিয়াতি মামলায় চার্জশিট জমা, প্রথম গ্রেফতারের ৯০ দিনের মধ্যে ১৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ
পাসপোর্ট জালিয়াতি মামলায় চার্জশিট জমা। প্রথম গ্রেফতারের ৯০ দিনের মধ্যে ১৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। আলিপুর আদালতে চার্জশিট জমা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। চার্জশিটে নাম থাকা ১৩০ জনের মধ্যে গ্রেফতার ১০ জন, এখনও পলাতক ১২০ জন। পলাতক ১২০ জন বাংলাদেশি নাগরিক উল্লেখ চার্জশিটে। 'ভারতীয় পাসপোর্ট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত ওই ১২০ জন। ধৃত ১০ জনের সাহায্যে ভারতের আঞ্চলিক ঠিকানা দেখিয়ে পাসপোর্ট জোগাড় করে ১২০ জন'। ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানি। ২০২৪ সালের ১২ ডিসেম্বর এই মামলায় প্রথম এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
West Bengal News Live: অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল, পয়লা নম্বরে জাতিসত্তাই ! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন হুমায়ুন কবীর
অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি তিনি কোনও অন্যায় করেননি। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়ার বিষয়ে এদিনও হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক। রেজিনগর ভারতবর্ষের বাইরে নয়। পাল্টা মন্তব্য করেছে বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
