West Bengal News Live Updates: বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে পথে হিন্দুত্ববাদী সংগঠন
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
ছাব্বিশের আগে তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ, নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবীরের। প্রয়োজনে ফের একলা চলার বার্তা।
দলের নাম ঘোষণা করেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য আটটি কেন্দ্রের নাম ঘোষণা হুমায়ুন কবীরের। রেজিনগর ও বেলডাঙা কেন্দ্রে নিজেই লড়ার ঘোষণা।
১৫ বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেছেন ক্ষমতায় এসে। অভিষেক ট্যালেন্টেড, অনেকে তাঁর নাম নিয়ে অর্থ সংগ্রহ করছে। দল ঘোষণার আগেই আক্রমণ হুমায়ুন কবীরের।
বাংলাদেশে দীপু চাঁদ দাসকে পুড়িয়ে খুনের প্রতিবাদ। ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হিন্দু সংগঠনের। প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় ধৃত ১৭।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে একযোগে আক্রমণ মমতার। 'কতজনের কাছে বাবা, মা ঠাকুরদার সার্টিফিকেট আছে? এই সার্টিফিকেট নরেন্দ্র মোদি, অমিত শাহ দিতে পারবেন?
শুনানির নোটিস ভোটারদের কাছে পৌঁছনোর পর রসিদ আপলোড। ফের বিএলও অ্যাপে নতুন ফিচার কমিশনের। আগে করলে সুবিধা হত, প্রতিক্রিয়া ভোটকর্মী ও বিএলও মঞ্চের।
অতিরিক্ত কাজের চাপের অভিযোগ। ফের সিইও দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড টপকাতেই আটক মহিলা বিএলও।
সন্দেশখালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মিনাখাঁ থেকে পুলিশের জালে আলিম মোল্লা। নাম ছিল FIR-এর ১ নম্বরে। ন্যাজাটকাণ্ডে জালে মূল অভিযুক্ত।
জালে মূল অভিযুক্ত, এবার গোটা RACKET-এর সন্ধান মিলবে, আশাবাদী শাহজাহান-সাক্ষী।
রাজাবাজারে ফল বিক্রেতাকে নৃশংস খুন। প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের। কারা হামলাকারী, খুনের মোটিভই বা কি? উত্তর খুঁজছে পুলিশ।
ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন। হাওড়ার আমতায় মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে নবম শ্রেণির এক ছাত্রী-সহ মৃত একই পরিবারের ৪ জন। শোকস্তব্ধ এলাকা।
ফের রণক্ষেত্র ভাঙড়। ফুটবল খেলা ঘিরে দু'দলের সমর্থকদের তুমুল মারপিট, ছবি ভাইরাল।
সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, বড়দিনের মুখে কলকাতায় হিমেল হাওয়া। সকালে কুয়াশার দাপট। দিন তিনেকের মধ্যে পারদ পতনের সম্ভাবনা। কাশ্মীরজুড়ে তুষারপাত।
WB News Live: ছাব্বিশের আগে নতুন দলের নাম ঘোষণা করেই প্রার্থীদের নাম ঘোষণা হুমায়ুন কবীরের
ছাব্বিশের আগে নতুন দলের নাম ঘোষণা করেই প্রার্থীদের নাম ঘোষণা হুমায়ুন কবীরের। নতুন দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি'। ২০২৬ সালে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ইমরান হাজি। রেজিনগর ও বেলডাঙা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
West Bengal News Live: আর জি কর মেডিক্যাল কলেজের হস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ
আর জি কর মেডিক্যাল কলেজের হস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ জানানোয় অভিযোগকারীকে ক্যাম্পাসের বাইরে মার-হুমকির অভিযোগ। উল্টোডাঙা থানায় অভিযোগ, আর জি কর মেডিক্যালের অধ্যক্ষের কাছেও নালিশ। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হস্টেলের সুপারদের ঘেরাও পড়ুয়াদের একাংশের।






















