West Bengal News Live Update : বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন, কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির
West Bengal Live Update : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন
LIVE
Background
কলকাতা : বাংলাদেশে এই মুহূর্তে কোনও আইনের শাসন নেই। আইনজীবী আদালতে দাঁড়াতে পারছেন না। আইন নেই, সংবিধান নেই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওদেশে এখন আর গণতন্ত্রও নেই, প্রতিক্রিয়া আইনজীবী শীর্ষেন্দু সিংহরায়ের।
গল্ফগ্রিনে ১৬তলা বিল্ডিং এলাকায় মানুষের কাটা মাথা উদ্ধারে চাঞ্চল্য। একটি বহুতলের পিছনের ভ্যাটে কাটা মুন্ডু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল মাথাটি। কাটা মুন্ডু উদ্ধার করেছে গল্ফ গ্রিন থানার পুলিশ। কাটা মুন্ডুটি মহিলার বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। দেহের বাকি অংশের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে
বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছেই। এরমধ্যে মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি।
ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ মালদায়। মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়াদের অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা পাননি তাঁরা। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরূপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক।
এক আসামির মাকে থানার মধ্যে বিবস্ত্র করে মারধর অভিযোগে এবার আমডাঙা থানার আইসির বিরুদ্ধে মামলা রুজু হল বারাসাত আদালতে। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে নোটিস জারি করেছেন বিচারক। আদালতের নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।
নিউটাউনে প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আইসিকে তীব্র ভর্ৎসনা। অবিলম্বে সরানো হোক। নিউটাউন থানার আইসির বিরুদ্ধে কি পদক্ষেপ, জানাবে রাজ্য। নির্দেশ হাইকোর্টের।
কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? নিয়োগ প্রক্রিয়া বাতিল, নাকি শনাক্ত হবে বৈধ-অবৈধ চাকরি? আগামী বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
বাংলাদেশের ভারত-বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে বড়বাজার, নদিয়ায় মিছিল। আলিপুরে পথে আইনজীবীরাও।
সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
West Bengal News Live Update: 'ওঁদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছেন', সন্দীপ-অভিজিতের জামিনে আক্রমণ শানালেন শতরূপ
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI ৯০ দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। এরপরই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর পাশাপাশি উঠছে 'সেটিংয়ের' অভিযোগও। আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
এ প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলছেন, "আমরা যে ১০ বছর ধরে বলে আসছি, তৃণমূল-বিজেপি সেটিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের সরকারের বোঝাপড়া। আমরা সত্যি বলছিলাম, নাকি আমরা মিথ্যা বলছিলাম ? আর কবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা স্বীকার করবেন যে, ওঁদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছেন।"
Bangladesh News Live Updates: বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন, কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির
ফের ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন, কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির। এক চোরের বদলে আরেক চোরকে বসানোর জন্য কাজ করেছি, মন্তব্য মাহমুদুর রহমানের। ইউনূস সরকার আসার পরেও চালের দাম কমেনি, পুলিশ ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, এখনও ঘুষ চলছে ? যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কী করে ? ইউনূস সরকারকে কড়া আক্রমণ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির।
West Bengal News Live Update: কম্বল বিতরণ কর্মসূচিতে খরচ হয় কমিশনের টাকা, সওকত মোল্লার বক্তব্যে বিতর্ক
সওকত মোল্লার মুখে এবার কমিশন প্রসঙ্গ। ঠিকাদারদের থেকে কমিশন নেওয়ার বিস্ফোরক স্বীকারোক্তি। স্বীকারোক্তি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। 'আগে ঠিকাদারদের থেকে কমিশন তুলতেন শুধুই নেতারা'। 'এখন কমিশনের ভাগ পায় সাধারণ মানুষও'। কম্বল বিতরণ কর্মসূচিতে খরচ হয় কমিশনের টাকা, সওকত মোল্লার বক্তব্যে বিতর্ক।
WB News Live Update: লেক থানায় হাজিরার নামে পুলিশি 'হেনস্থা', হাইকোর্টে ক্যান্সার আক্রান্ত
লেক থানায় হাজিরার নামে পুলিশি 'হেনস্থা', হাইকোর্টে ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে থানায় ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ। হাজিরার জন্য বারবার চাপ, অ্যাম্বুল্যান্সে থানায় গেলেন সস্ত্রীক বৃদ্ধ ! 'বাড়ি গিয়ে বয়ান রেকর্ডের কথা বললেও কানে তোলেনি পুলিশ'। 'বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদে নিষ্পত্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা চায় পুলিশ'। পুলিশি হেনস্থার অভিযোগ হাইকোর্টে মামলা, সোমবার শুনানি।
Bangladesh Unrest Live Update: বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব, মূর্তি ভাঙচুর
মুখে সম্প্রীতি, কাজে শুধুই অশান্তি, ফের মন্দিরে তাণ্ডব ! বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব, মূর্তি ভাঙচুর। সরিষাবাড়িতে কালী মন্দির ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ। এমনই দাবি বাংলাদেশের সংবাদপত্র 'সমকাল'-এর ।