West Bengal News Live Updates: ৩দিনের মাথায় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে

Background
আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় চার্জগঠনের নির্দেশ আলিপুরের CBI-এর বিশেষ আদালতের। প্রক্রিয়া ঠেকাতে মরিয়া সন্দীপ ঘোষ হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির।
জোড়া চাপে সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলায় আজ চার্জগঠন। মর্গে বেনিয়মের অভিযোগে সন্দীপ ও আরও ২ প্রাক্তন বিভাগীয় প্রধান নজরে। রাজ্যকে ব্যবস্থা নিতে বলল রাজ্য মানবাধিকার কমিশন।
৯ ফ্রেব্রুয়ারি নিহত চিকিৎসকের জন্মদিন। পথে নামার আর্জি পরিবারের সোশাল মিডিয়ায় পোস্ট।
আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দায়ের করা আবেদন আপাতত হাইকোর্টের মামলার তালিকার বাইরে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে দৃষ্টি আকর্ষণ করুন, জানালেন বিচারপতি ঘোষ।
খাস কলকাতায় সিটি সিভিল কোর্ট চত্বরে উদ্ধার বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ! পাশে মিলেছে সার্ভিস গান। কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ।
পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত। পরিচালকদের অনুরোধে সাড়া দিলেন না টেকনিসিয়ানরা। সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ।
শিল্পের খোঁজে আজ থেকে শুরু ২দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এলেন মুকেশ অম্বানি। যোগ দিচ্ছেন ৪০টি দেশের প্রতিনিধি, জানালেন মুখ্যমন্ত্রী।
WB News Live: মণ্ডল সভাপতি নির্বাচনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, রানাঘাটে তুলকালাম
মণ্ডল সভাপতি নির্বাচনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, রানাঘাটে তুলকালাম। রানাঘাটে জেলা বিজেপি কার্যালয়ে ভাঙচুর। টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের। অভিযোগ অস্বীকার বিজেপির আরেক গোষ্ঠীর।
West Bengal News Live: ৩দিনের মাথায় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত
৩দিনের মাথায় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত। গাইঘাটার আঙুলকাটার বাসিন্দা হজরত লস্কর। ২ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ। হাতের ট্যাটু, পোশাক দেশে শনাক্ত করল পরিবার। নিহত যুবকের দেহ শনাক্ত, কিন্তু কোথায় মাথা? কেন খুন কুখ্যাত দুষ্কৃতী হজরত? এখনও ধোঁয়াশা।






















