West Bengal News Live: ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ দত্তপুকুরে, কাঠগড়ায় BLO
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদে এসএসসির রেজাল্ট আউট। দেখা যাচ্ছে না পোর্টালে, দাবি চাকরিপ্রার্থীদের একাংশের। প্রতিশ্রুতির পূর্ণতা, পোস্ট শিক্ষামন্ত্রীর।
কেন এখনও স্পষ্ট করে জানানো হল না ইন্টারভিউয়ের জন্য কাদের ডাক? এসএসসির রেজাল্ট নিয়েই প্রশ্ন আন্দোলনকারীদের শিক্ষকদের।
মামলার ভবিষ্যতের উপরেই নির্ভর করবে এসএসসির লিখিত পরীক্ষা। শিক্ষাগত অভিজ্ঞতার জন্য নম্বর সংক্রান্ত মামলায় জানিয়ে দিল হাইকোর্ট। ১২ই শুনানি।
ভোটের আগে বঙ্কিম-রবিও রাজনীতির হাতিয়ার! দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনে কেন্দ্র। জনগণমনের ১২৫ বছর পালন করবে তো? প্রশ্ন তৃণমূলের।
বন্দেমাতরম নিয়ে বছরভর অনুষ্ঠানের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠান। পাল্টা তৃণমূলের সাংবাদিক বৈঠকের শেষে বাজল জনগণমন!
বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ পালনে বিজেপি। কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চুঁচুড়ার বাসভবনে শোভাযাত্রায় শমীক।
বন্দেমাতরমকে শ্রদ্ধা জানানো নিয়েও বেনজির সংঘাত! কলেজ স্কোয়ারে তালা, রাস্তা খুঁড়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শুভেন্দুর।
এসআইআর নিয়ে এবার খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে মঞ্চ বেঁধে তৃণমূলের হুমকি!
এনুমারেশন ফর্ম বিলি নিয়ে শাসক-বিরোধী সংঘাত। দিনহাটায় তৃণমূলের বিএলএর উপরে হামলার অভিযোগ। নাগেরবাজারে বিজেপির বিএলএকে হুমকি!
সাঁইথিয়া, কুলপি, শেওড়াফুলির পরে জলপাইগুড়ি। এসআইআর আতঙ্কে কোথাও অসুস্থ হয়ে মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ! সবেতেই SIR, পাল্টা বিজেপি।
কোথাও স্থানীয় তৃণমূল নেত্রীর দোকানে, কোথাও আবার মন্দির থেকে পাড়ার গলি। এসআইআইয়ের ফর্ম বিলি নিয়ে বিতর্কে বিএলওরা।
মমতা ঠাকুরপন্থী মতুয়াদের অনশনমঞ্চে হঠাৎ বাম-কংগ্রেস। ক্ষমতায় এলে সমাধানের আশ্বাস। আগে তো কিছু করেননি, স্বাগত জানিয়েও খোঁচা তৃণমূলের।
আর্থিক প্রতারণায় এবার বাংলাদেশি-যোগ! মুর্শিদাবাদের বড়ঞা থেকে ওপারের ৪ নাগরিক-সহ ৭জন গ্রেফতার। উদ্ধার ল্যাপটপ, ফোন-সহ প্রচুর সিম, এটিএম কার্ড।
তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে অশান্ত বীরভূমে ফের মৃত্যু। জমিতে ছাগলের ধান খাওয়াকে ঘিরে লাভপুরে সংঘর্ষ। ৩জন গ্রেফতার।
সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট। বাংলায় ১০০দিনের কাজ অবিলম্বে শুরু করতে মোদি সরকারকে নির্দেশ। কোনও অসুবিধে নেই, জানালেন কেন্দ্রের আইনজীবী।
নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। কেন কিছুদিন দফতরে অনুপস্থিত ছিলেন বিতর্কিত বিডিও? জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল সিইও দফতর।
চোরাই সোনা কেনায় ব্যবসায়ীকে অপহরণের পর খুনের অভিযোগ। চক্রান্ত দেখছেন বিডিও।
নিউটাউনে দত্তাবাদের ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। আতঙ্ক তৈরির জন্য যথেষ্ট, নিরপেক্ষ তদন্তের দাবি সুকান্তর। বাংলা বলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ, পাল্টা তৃণমূল।
কোর্টের নির্দেশে অবশেষে কামারহাটির ত্রাস জয়ন্ত সিংহের অট্টালিকা ভাঙতে চলেছে পুরসভা। বাড়ি খালি করতে দেওয়া হল ৪ সপ্তাহ।
আবার সেই এসএসকেএম। মত্ত অবস্থায় জোর করে মহিলা ওয়ার্ডে বহিরাগত ঢোকার অভিযোগ! নার্সদের তৎপরতায় কলকাতা পুরসভার কর্মী পাকড়াও।
এক নমিতার জন্য আনা রক্ত দেওয়া হল অন্য নমিতাকে! বর্ধমানে মেডিক্যালে রোগিণীর মৃত্যুতে উঠল ভুল রক্ত দেওয়ার অভিযোগ! তদন্ত ৫ সদস্যের কমিটি।
পদত্যাগপত্র গ্রহণ না করে আখতার আলিকে দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করল সরকার। আর জি করে থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগ।
পানশালার আড়ালে নারী পাচার! কলকাতা জুড়ে ইডির অভিযান। ৩ ব্যবসায়ীর আস্তানায় তল্লাশি। নাগেরবাজারে সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতেও হানা।
কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটাটাই সংগঠিত অপারেশন। বালি পাচার মামলায় জিডি মাইনিংয়ের ডিরেক্টর অরুণ শরাফের গ্রেফতারির পরে আদালতে দাবি ইডির।
৫ বছরে বেতন প্রাপ্তি ৫০ লক্ষ, অ্যাকাউন্টে ৫ কোটি! রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার গ্রেফতার। দফায় দফায় জেরা।
পারদ নিম্মমুখী হলেও রেহাই নেই ডেঙ্গি থেকে। নতুন করে ১ হাজার ৬৩২জন আক্রান্ত। শুধু উৎসবের মরসুমেই ৩ হাজার পার। সবচেয়ে বেশি উঃ ২৪ পরগনায়।
সাতসকালে রাজারহাটে রেলিং ভেঙে খালে পড়ল বাস। বহু যাত্রী আহত। করুণাময়ী আসার পথে দুর্ঘটনা। বিমানবন্দরের কাছে বাসে আগুন। অল্পে রক্ষা।
দিল্লি ATC-তে যান্ত্রিক বিভ্রাট। গোটা দেশে ব্যাহত পরিষেবা। দিল্লি থেকে আসা-যাওয়ার সমস্ত বিমানের উড়ানে বিপত্তি। প্রভাব কলকাতা বিমানবন্দরেও।
আরও সহজ হচ্ছে সিকিম যাত্রা। রংপোর পরে এবার মেল্লি থেকে ডেন্টাম পর্যন্ত নতুন রেলপথ জরিপে অনুমোদন দিল কেন্দ্র। কাজ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
জন্মদিনে শুভেচ্ছা জানাতে কালীঘাটে অভিষেকের অফিসের সামনে কর্মী-সমর্থকদের ভিড়। গোলাপ ছড়িয়ে অভ্যর্থনা।
বিশ্বজয়ের পরে ঘরে ফেরলেন রিচা। শিলিগুড়িতে রাজকীয় অভ্যর্থনা। হুড খোলা গাড়িতে এলেন বাড়িতে। ঘরের মেয়েকে স্বাগত জানাতে রাস্তায় মানুষের ঢল।
জানতাম, কোয়ালিফাই করলে কেউ আটকাতে পারবে না। বিশ্বকাপ জয়ের পর বললেন রিচা।
WB News Live: কৃষ্ণনগরে একই ব্য়ক্তির দু'টি ভোটার কার্ড! তদন্তের দাবি তুলে কমিশনে অভিযোগ দায়ের
কৃষ্ণনগরে একই ব্য়ক্তির দু'টি ভোটার কার্ড! তদন্তের দাবি তুলে কমিশনে অভিযোগ দায়ের। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ কংগ্রেসের। এক ব্যক্তির নামে ২টি ভোটার কার্ডের অভিযোগ। ২টি ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা, দাবি কংগ্রেসের।
West Bengal News Live: কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধরের অভিযোগ। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায়। আক্রান্ত বিজেপি নেতার নাম অক্ষয় দাস। বিজেপির মিছিল থেকে ফিরে আসার পর হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।





















