West Bengal News Live Updates: কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে তুলকালাম, বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
ফের করোনা আতঙ্ক। থানে, বেঙ্গালুরুতে ২জনের মৃত্যু। দিল্লিতে সতর্কতা। উদ্বেগ বাংলাতেও। কাঁকুড়গাছি, মগরাহাটের ৩জন-সহ গত ২৪ ঘণ্টায় ৪জন আক্রান্ত।
ক্যানসারের ওষুধও জাল? দিল্লি পুলিশের হাতে বর্ধমান থেকে গ্রেফতার চক্রের অন্যতম চাঁই। ৩ বছর পালিয়ে বেরনোর পর অবশেষে পাকড়াও।
জালে 'জাল' ওষুধের পান্ডা
বাজারে ছেয়ে গিয়েছে জাল ওষুধ। ১৩৭টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। তালিকায় যক্ষ্মা, ডায়াবেটিক, ফুসফুসের সংক্রণের মতো বহু ওষুধ।
বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূল। সজলের পোস্ট করা কল রেকর্ডিং ঘিরে শোরগোল।
বরানগরে INTTUC নেতার সঙ্গে যুব তৃণমূলকর্মীর সংঘাত।
জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট। মামলাকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ।
হাইকোর্টের নির্দেশের ২ দিন পার। আড়িয়াদহে জয়ন্তর অবৈধ বাড়ি ভাঙার কাজই শুরু করতে পারল না কামারহাটি পুরসভা।
টিটাগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর। পাশেই আছে দল, দাবি শাসক নেতার।
কনস্টেবলের উর্দি চুরি করে, পুলিশ সেজে তোলাবাজির অভিযোগ। কসবায় শাগরেদ-সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ৬ জুন পর্যন্ত জেল হেফাজত।
পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে ছাত্রের আত্মহত্যার অভিযোগ।কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার।
ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ খুনে আরও গ্রেফতার। NIA-র হাতে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি পাকড়াও। বারবার গরহাজিরার পর গ্রেফতার।
এবার রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারা শিক্ষকরা।
কোর্টের পরামর্শ মেনে আন্দোলনস্থল বদলালেও আন্দোলন চালিয়ে যেতে অনড় চাকরিহারা শিক্ষকরা। সাংসদদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত, বিকাশের সঙ্গে সাক্ষাৎ।
রিষড়ার জওয়ান পূর্ণমকুমার সাউয়ের বাড়িতে বিজেপির ৩ বিধায়ক। শুভেনদুর সঙ্গে ভিডিও কলে কথা। BSF জওয়ানের বাড়িতে গেলেন কল্যাণও।
West Bengal News Live: কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুন্ধুমার
কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, ব্যাপক মারামারি। লাঠিচার্জ করে পুলিশ। দীর্ঘদিন ধরে মহারাজপুর কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোট হয়নি। মামলা গড়ায় আদালতে। এবার বাম-কংগ্রেস জোট গড়ে নির্বাচনে লড়ছে। তাদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও জোর জবরদস্তি বাধা দিচ্ছে তৃণমূল। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটদানেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাম-কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WB News Live: চাকরি ফেরত চেয়ে অবস্থানে অনড় আন্দোলনকারীদের, সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন চাকরিহারাদের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরত চেয়ে অবস্থানে অনড় আন্দোলনকারীদের। সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন চাকরিহারাদের। হাইকোর্টের নির্দেশে সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল।






















