West Bengal News Live Updates: এসএফআই- এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী-সমর্থকদের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি। কেউ না জানালেও শুনানির সময় উপস্থিত থাকবেন মৃত চিকিৎসকের পরিবার।
বিচার না পাওয়ার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আর জি করকাণ্ডে ফের পদত্যাগ দাবি মৃতার মা-বাবার। তৃণমূল বিরোধীদের মতো কথা, কিছু অতৃপ্ত আত্মা। আক্রমণে কুণাল।
কাজকর্মে বাধার অভিযোগ। থানায় চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। প্রতিবাদ করায় প্রতিহিংসা, প্রতিক্রিয়া চিকিৎসকদের।
PGT হিসেবে কত স্টাইপেন্ড নিয়েছিলেন কিঞ্জল? ৮০% উপস্থিতি আছে? অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন? নবান্ন ও RG Kar কর্তৃপক্ষের কাছে জানতে চাইল মেডিক্যাল কাউন্সিল।
নদিয়ার কৃষ্ণগঞ্জে কেন তৈরি হয়েছিল বাঙ্কার ? শুধুই কাফ সিরাজ মজুত ? হিমাচলপ্রদেশে তৈরি হত উদ্ধার হওয়া কাফ সিরাপ, দাবি পুলিশের। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় কীভাবে ? উঠছে প্রশ্ন।
কুখ্যাত চোরাচালানকারী সুশান্ত ঘোষ ও তার আত্মীয়দের জমিতেই গড়ে উঠেছে বাঙ্কার। আগেও নাম জড়ায় নিষিদ্ধ সিরাপ পাচারে। চক্রে আর কারা জড়িত? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
পদ্মশ্রী প্রাপক তালিকায় কার্তিক মহারাজ, সরগরম রাজনীতি। বিজেপির সুপারিশে পদ্মশ্রী, আক্রমণ কুণালের। উনি অনেক পেয়েছেন বলে এভাবে ভাবতে পারেন, পাল্টা কার্তিক মহারাজ।
দিকে দিকে বহুতল-বিভীষিকা। মুকুন্দপুর থেকে ছিট কালিকাপুর, কামারহাটি, নয়াবাঁধ। হেলে পড়েছে একের পর এক বহুতল। প্রাণ হাতে নিয়েই বিপজ্জনক বাড়িতে বসবাস।
শহরে বিপজ্জনকভাবে হেলে বহু বাড়ি। এবার থেকে বিল্ডিং প্ল্যানের আবেদনের সঙ্গে জমা দিতে হবে সয়েল টেস্টের রিপোর্ট। নির্দেশিকা পুর ও নগরোন্নয়ন দফতরের।
বাংলায় গোবলয়ের আস্ফালন, অধরা বন্দুকবাজরা। বাবা-কাকার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকায় মামলা রুজু পুলিশের। যারা গুলি চালাল তাদের কেন ছাড় ? উঠছে প্রশ্ন।
ডায়মন্ডহারবার কেন্দ্রের নোদাখালিতে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা। শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ১। সিন্ডিকেট বিবাদে হামলা। দাবি পুলিশ সূত্রে।
ফের প্রাণ কাড়ল বেপরোয়া গতি। কাশীপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের। পালাতে গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা। গাড়ি ফেলেই চম্পট। গ্রেফতারের পর জামিন চিকিৎসকের।
হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাওয়া পার্সেল ভ্যানের সঙ্গে ধাক্কা। ট্রেন ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। দক্ষিণ-পূর্ব শাখায় বিঘ্নিত পরিষেবা।
West Bengal News Live: লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা, ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য
লাইসেন্স একজনের নামে, আর গুলি চালিয়েছেন অন্যরা। কোথাও বাবার নামে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক এনে গুলি চালিয়েছেন ছেলে। কোথাও কাকার বন্দুক এনে শূন্যে আস্ফালন দেখিয়েছেন ভাইপো। মানিকচকের নুরপুরে টিপটপ ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালনার ঘটনায় সামনে এল এমনই তথ্য। কিন্তু, ঘটনার পর ৪ দিনের মাথায় এখনও কাউকে ধরতে পারল না পুলিশ।
WB News Live: এসএফআই- এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার
শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই সমর্থকদের হটাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশের গাড়ি আটাকাল এসএফআই সমর্থকরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাঁদের নিয়ে যেতে দেওয়া হবে না বলেই আটাকানো হয়েছে পুলিশের গাড়ি। অসুস্থ হয়ে পড়েছেন এক এসএফআই কর্মী। তুমুল ধস্তাধস্তি হচ্ছে পুলিশ এবং এসএফআই সমর্থকদের মধ্যে। বিকাশ ভবনের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি।






















