West Bengal News LIVE: সারাদিনের গুমোট গরম শেষে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু কলকাতায় !
West Bengal News LIVE Update : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: ২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিযোগেও জল গড়াল আদালতে। ২০২৫-এর বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশ-বিরোধী, দাবি মামলাকারীর। ৫ জুন শুনানি। উদ্বেগের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু। চলতি বছরে প্রথম মৃত্যু রাজ্যে। এক দিনে এক দিনে নতুন করে আক্রান্ত ৪১ জন। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২। আইসিকে অশ্রাব্য ভাষায় গালাগালি। অডিও ক্লিপে সমালোনার ঝড়। তবু হাত গুটিয়ে পুলিশ। ৫ দিন পরও কোনও ব্যবস্থা নয়। উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয় হবে পুলিশ? পাক গুপ্তচর চক্রে ফের কলকাতা-কানেকশন! NIA-র স্ক্যানারে ট্রাভেল এজেন্ট।
Nadia News: কর্মরত অবস্থায় কীভাবে গুলিবিদ্ধ কনস্টেবল ? পুলিশের দাবি উড়িয়ে বিস্ফোরক স্ত্রী
গতকাল গুলিবিদ্ধ হন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা কনস্টেবল বিভাস ঘোষ। সেসময় চাকদা রোডের দশ মাইল এলাকায় ডিউটি করছিলেন।গুলিবিদ্ধ হওয়ার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে কাছে ছিল না বন্দুক, তাহলে কীভাবে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হলেন স্বামী ? বিস্ফোরক অভিযোগ এনে বড় প্রশ্ন কনস্টেবলের স্ত্রীর !এইমুহূর্তে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন বিভাস। আত্মহত্যার চেষ্টা করেন নাকা চেকিংয়ে থাকা কনস্টেবল। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ জখম কনস্টেবলের স্ত্রী। ইতিমধ্যেই তিনি বড় প্রশ্ন তুলেছেন। এনেছেন বিস্ফোরক অভিযোগ। স্ত্রী স্পষ্ট বলেছেন, বিভাস (গুলিবিদ্ধ কনস্টেবল) আত্মহত্যার চেষ্টা করতে পারেন না। তার উপর তিনি যখন নাকাচেকিং করছিলেন, সেসময় স্বামীর কাছে কোনও বন্দুক ছিল না। বিভাস মাথা ঘুরে পড়ে গিয়েছে, এই খবর দেয় পুলিশই। গোপালনগরের কনস্টেবলকে খুনের চেষ্টা করা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন তিনি।
Covid Death: উদ্বেগের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু
উদ্বেগের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু। চলতি বছরে প্রথম মৃত্যু রাজ্যে। এক দিনে এক দিনে নতুন করে আক্রান্ত ৪১ জন। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২।






















