West Bengal News Live Updates: আগের নিম্নচাপের রেশই কাটেনি, এদিকে আগামীকাল বৃহস্পতিবার নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
রাত গড়িয়ে আরেক রাত। তাও রেহাই নেই কলকাতার। জলে ডুবে-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে ১১জনের মৃত্যু। পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নিভল স্ট্রিট লাইট।
রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব রাস্তাই জলের তলায়! নেই বাস, গাড়ি, রাস্তায় বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগ!
জমা জলের সঙ্গে খোলা তার! দুর্যোগের মধ্যেই কলকাতার রাস্তায় মরণফাঁদ। নেতাজিনগর থেকে মিন্টোপার্ক-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু। জলে ডুবে মৃত আরও ২জন।
দুর্যোগের তিলোত্তমায় মৃত্যুিছিল। সিইএসসিকে দায়ী করে ক্ষতিপূরণ, চাকরি দিতে বললেন মুখ্যমন্ত্রী।
খোলা তারে মরণফাঁদ, দায় কার? স্ট্রিট লাইটের দায়িত্বে নেই, মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব সিইএসসির। সব দায়িত্ব পুরসভার, বলছে কেএমসির ওয়েবসাইট!
বৃষ্টি থামলেও জমা জল! কলকাতায় দিনভর চূড়ান্ত দুর্ভোগ। ড্রেজিং নিয়ে ডিভিসিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। কলকাতায় কোথায় ডিভিসির জল! পাল্টা ডিভিসি।
রাস্তায় জল, কার্যত উধাও বাস! সুযোগ বুঝে মোটা ভাড়া দিয়েই বাড়ি ফেরার চেষ্টা।
৫ ঘণ্টার বৃষ্টিতেই দুর্বিষহ অবস্থা। সামালাতে সবাইকে ঘরে থাকার পরামর্শ মেয়রের। খোলা তারে বিপদ এড়াতে সল্টলেকের স্ট্রিট লাইটই বন্ধ করলেন চেয়ারম্যান!
দুর্যোগের পূর্বাভাস সত্ত্বেও কেন ব্যর্থ সরকার? প্রশ্ন তুলে তীব্র আক্রমণে বিরোধী দলনেতা।
বাড়ি, আবাসন থেকে হাসপাতাল। দিনভর কলকাতা জুড়ে জলযন্ত্রণা। একের পর এক হাসপাতালও জলের তলায়!
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ। ৬টা নাগাদ শুরু মেট্রো। অন্তত ৫৭টি বিমানের উড়ান বাতিল।
দুর্যোগে ভাসছে কলকাতা। আজ থেকেই সরকারি সকুলে পুজোর ছুটি। আইসিএসই-সিবিএসই বোর্ডের স্কুলেও ২দিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
পুজোর মুখে প্রবল বৃষ্টি। বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা। জল কমার অপেক্ষায় সিইএসসি। বহু পুজো মণ্ডপে জল জমে বিপত্তি। জল জমল কুমোরটুলিতেও।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বর্ষণ। আগামী ২দিনও চলবে বৃষ্টি। জানাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে তৈরি হতে পারে নিম্নচাপ।
দুর্যোগের জন্য সবার সমস্যা, সাময়িক স্বস্তি কারামন্ত্রীর। নিয়োগ মামলায় জেল না বেল? আজ হল না শুনানি। কাল রায় দেবে বিশেষ ইডি আদালত।
আইনজীবী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র বারাসাত আদালত। আইনজীবীকে মারধরের ঘটনায় ৩জন গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে তুলকালাম।
ধর্ষণ করেই রামপুরহাটের ছাত্রীকে খুন। রামপুরহাটে বস্তায় খণ্ডখণ্ড দেহ উদ্ধারে কোর্টে জানাল পুলিশ। শিক্ষকের গ্রেফতারির পরেও অধরা অস্ত্র।
বাঁশদ্রোণির নর্দান পার্কে মা-ছেলের রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে পচাগলা দেহ উদ্ধার। মেঝেতে ঘুমের ওষুধের খালি স্ট্রিপ, আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের।
পুজোর সময় বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থীর দিন আসতে পারেন কলকাতায়। উদ্বোধন করতে পারেন সন্তোষ মিত্র স্কোয়ার সহ ৩টি পুজোর।
West Bengal News Live: বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা, আবাসনের ভিতরে কোমরসমান জল
বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা। আবাসনের ভিতরে কোমরসমান জল। গতকাল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা
আবাসনের লিফট বন্ধ, পাম্প বন্ধ থাকায় উঠছে না জল। আবাসনের একাধিক ফ্ল্যাটে আছেন বহু অসুস্থ। আবাসনের ভিতরের জল বাইরে ফেলার জন্য বাসিন্দারাই ভাড়া করে এনেছেন পাম্প। পুরসভার পক্ষ থেকে কোনও সাহায্য যাচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের। বাধ্য হয়ে নিজেরা রিকশ ভাড়া করে আবাসন ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।
WB News Live: অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল, খবর সরকারি সূত্রে
অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল, খবর সরকারি সূত্রে। ১ বছর ৯ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। বিকেল ৪ টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে।






















